সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৩:৪৯ পূর্বাহ্ন

২৯ রানে মোস্তাফিজের ২ উইকেট

স্পোর্টস ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১

শুরুটা ভালো হয়নি। প্রথম ম্যাচে দিয়েছিলেন ৪ ওভারে ৪৫ রান। পাননি উইকেটও। সব মিলিয়ে আইপিএলে শুরুটা মোস্তাফিজের খরুচে বোলার হিসেবে। দ্বিতীয় ম্যাচে একাদশে থাকবেন কি-না, এমন সংশয় ছিল চরমে। তবে অনুমিতভাবে থাকলেন একাদশে। মোস্তাফিজকে কঠিন মুহূর্তে বল করালেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। তার প্রতিদান মোস্তাফিজও দিলেন ভালোমতো। বৃহস্পতিবার দিল্লির বিরুদ্ধে রাজস্থানের হয়ে ৪ ওভারে ২৯ রান খরচায় ২টি উইকেট তুলে নিয়েছেন তিনি। ২৯ রান বেশি মনে হলেও মোস্তাফিজের শুরুটা ছিল দাপুটে। ইনিংসের সপ্তম ওভারে প্রথমবারের মতো বল হাতে আসেন তিনি। প্রথম বলে এক রান দেয়া বাংলাদেশ পেসার পরের ৫ বলে কোনো রান খরচা করেননি। দারুণ এক স্লোয়ারে পঞ্চম বলে ফিরিয়ে দেন মার্কাস স্টয়নিসকে।
১ রানে ১ উইকেট নেয়া মোস্তাফিজ দ্বিতীয় ওভারে দেন ৮ রান। তৃতীয় ওভারেও তার খরচা ৮ রান। নিজের শেষ ওভারে আরো একটু খরুচে বোলিং করেন তিনি। মোস্তাফিজের শেষ ওভার থেকে ১২ রান তোলেন দিল্লীর ব্যাটসম্যানরা। যদিও এই ওভারের শুরুতেই টম কারানকে ফেরান তিনি। মোস্তাফিজের ছন্দে ফেরার দিনে বল হাতে শাসন করেছেন রাজস্থানের জয়দেব উনাদকাত। বাঁহাতি এই পেসার ৪ ওভারে মাত্র ১৫ রানে ৪টি উইকেট নেন। দলের বাকিরাও এদিন নিয়ন্ত্রিত বোলিং করেন। তাতে দিল্লীর ইনিংস থামে ৮ উইকেটে ১৪৭ রানে। দিল্লীর অধিনায়ক ঋষভ পন্ত সর্বোচ্চ ৫১ রানের ইনিংস খেলেন। এ ছাড়া ললিত যাদব ২০, টম কারান ২১ ও ক্রিস ওকস ১৫ রান করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com