শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৮:৫৭ পূর্বাহ্ন

লকডাউনে করোনার দ্বিতীয় ঢেউ সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রফতানি স্বাভাবিক

আশরাফুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ :
  • আপডেট সময় সোমবার, ১৯ এপ্রিল, ২০২১

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলা ও সংক্রমণ রোধে সরকারি নির্দেশনায় সারা দেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জেও কঠোর লকডাউন চলছে। কঠোর লকডাউনেও দেশের দ্বিতীয় বৃহত্তম সোনামসজিদ স্থলবন্দরে আমদানী-রফতানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে। লকডাউনের প্রথম দিন বুধবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ উপলক্ষে বন্দরে আমদানি-কার্যক্রম বন্ধ থাকে। পরে বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু করা হয়। কঠোর লকডাউনে এই বন্দর দিয়ে আমদানি-রফতানি কোন প্রভাব না পড়ায় স্বাভাবিক গতিতেই চলছে সকল কার্যক্রম। সোনামসজিদ স্থলবন্দরের পানামা পোর্ট ম্যানেজার মাইনুল ইসলাম বলেন, স্বাভাবিকভাবেই চলছে স্থলবন্দরের সকল কাজ। শনিবার (১৭ এপ্রিল) ভারত থেকে ৩৬৭ ট্রাক পন্য সোনামসজিদ স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। আগের দিন বৃহস্পতিবারে ২৫৭ ট্রাক পন্য এসেছিলো। কঠোর লকডাউনেও ভারত থেকে ভুট্টা, চাল, পাথর, পেঁয়াজ আসছে বলে জানান তিনি। মাইনুল ইসলাম আরো বলেন, করোনাকালীন সময়ে ভারত থেকে আসা পন্যবাহী ট্রাকের চাকা, শ্রমিকদের হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার, তাপমাত্রা পরিমাপক যন্ত্রে শরীরের তাপমাত্রা নির্ণয়, মূল ফটকে জীবাণুনাশক স্প্রের ব্যবস্থা করা হয়েছে। সরকারের নির্দেশে কঠোর লকডাউন বাস্তবায়নে এসব কার্যক্রম আরো কঠোরভাবে পালন করা হচ্ছে। এমনকি পানামা পোর্ট এলাকায় পন্য উঠা-নামা কার্যক্রমে জড়িত শ্রমিকদের সংখ্যা অর্ধেক করা হয়েছে এবং তারা পালাক্রমে সকল স্বাস্থ্যবিধি মেনে কাজ করছে। আমদানী-রপ্তানীকারকদের সংগঠন সিএ্যান্ডএফ এজেন্ট এ্যাসোশিয়েনের সাধারণ সম্পাদক রুহুল আমিন বলেন, কঠোর লকডাউনে সরকারের নেয়া সীধান্ত অনুযায়ী বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রমে কোনরকম প্রভাব পড়ছে না। আগের মতোই সকল স্বাস্থ্যবিধি মেনে চলছে স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com