মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৯ পূর্বাহ্ন

ঈদগাঁও- ঈদগড় সড়কের পানের ছড়া ঢালায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে হাতির মৃত্যু

শেফাইল উদ্দিন কক্সবাজার সদর :
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১

কক্সবাজারসদরউপজেলারঈদগাঁও- ঈদগড সড়কের ঢালায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক বণ্য হাতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ এপ্রিল) রাত প্রায় ১২ টার দিকে বর্নিত সড়কের পানের ছড়া ঢালায় এ হাতির মৃত্যুর ঘটনা ঘটে। সরজমিনে দেখা যায়,পল্লী বিদ্যুতের খুটি থেকে একটি তার ঝুঁলে পডে ঈদগাঁও-ঈদগড় সড়কের পানের ছড়া ঢালায়। গভীর রাতে হাতিটি ঐ স্থানে ঘাস খেতে আসলে বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে মারা যায়। স্থানীয় নুরুল আমিন , আবু হেনা, হাতির মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বন্য প্রাণীদের মধ্যে বড় প্রাণী যা পরিবেশ ভারসাম্য রক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা পালান করে এখন এসব বড় বড় প্রাণী আস্তে আস্তে বিলুপ্ত হওয়ার পথে। প্রানী সম্পদ অধিদপ্তরে আরো আন্তরিকতা প্রয়োজন। ভোমরিয়া ঘোনা বিট অফিসার গিয়াস উদ্দীনের সাথে কথা হলে তিনি জানান, হাতির মৃত্যুর কারণ প্রাথমিক ভাবে বৈদ্যুতিক তারের শর্টে হয়েছে। প্রানী সম্পদ অধিদপ্তরে প্রানী বিশেষজ্ঞ ডাক্তার এসে কিছু হাতির নমুনা সংগ্রহ করেছে রিপুর্ট হাতে আসলে বলা যাবে আসলে মৃত্যুর কারণ কি। ইতিমধ্যে মৃত হাতিটির দাপনের কাজ করা হচ্ছে। এই নিউজটি লেখার আগ পর্যন্ত হাতিটি দাপনের কাজ চলমান। উল্লেখ্য গত মাস ছয়েক আগে ইসলামবাদের গজালিয়ার সাত ঘরিয়া নামক স্থানে আরও একটি বন্য হাতির মৃত্যু হয়ছিল। সচেতন মহলের অভিমত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার কারণে বন্য প্রাণী বিলুপ্ত হয়ে যাচ্ছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com