শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০১:৪৭ অপরাহ্ন

কালিয়াকৈরে আধা-পাকা ধান নষ্ট করে দুটি রাস্তার উন্নয়ন কাজ, কৃষকের ক্ষোভ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১

গাজীপুরের কালিয়াকৈরে বেকু দিয়ে আধা পাকা ধান নষ্ট করে দুটি রাস্তার উন্নয়ন কাজ চলছে। মঙ্গলবার দুপুরে আধা পাকা ধান নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির হন সাধারণ কৃষকরা। এ সময় তারা ক্ষোভ প্রকাশ করেন এবং ব্যাপক ক্ষতির হাত থেকে বাঁচতে ওই কর্মকর্তার কাছে কয়েকদিন পর রাস্তার কাজ করার জন্য আবেদন করেন। এলাকাবাসী ও ক্ষতিগ্রস্থ কৃষক সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার মেদীআশুলাই, নামাশুলাই, খালপাড়, গর্জনখালী, আষাড়িয়াবাড়ি গ্রামের মাঝখানে মেদীআশুলাই নামে একটি চক রয়েছে। প্রতি বছর ওই চকে এসব গ্রামের হাজার হাজার কৃষক ধান চাষ করে। ওই ধান গোলায় তোলে এবং বিক্রি করে কৃষকরা তাদের জীবিকা নির্বাহ করে আসছেন। গরীব অসহায় কৃষকরা ধান বিক্রি করে সংসার চালানোর পাশাপাশি ছেলে-মেয়েদের লেখাপড়ার খরচ যোগান। ওই চকের মাঝ দিয়ে বয়ে গেছে মেদীআশুলাই-নামাশুলাই সড়ক। সম্প্রতি ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের বরাদ্ধে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন দপ্তরের তদারকিতে ওই সড়কের উন্নয়ন কাজ চলছে। এ কারণে দু-পাশের আধা পাকা ধান বেকু দিয়ে নষ্ট করে ওই সড়কে মাটি ভরাট করে প্রশস্ত করা হচ্ছে। এতে মেদীআশুলাই, নামাশুলাই ও খালপাড় গ্রামের কৃষকদের কয়েকশ মণ ধান নষ্ট হবে। এ ব্যাপক ক্ষতির হাত থেকে বাঁচতে কৃষকরা মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির হন। এ সময় তারা ওই কর্মকর্তার কাছে কয়েকদিন পর রাস্তার উন্নয়ন কাজ করার জন্য আবেদন করেন। ক্ষতিগ্রস্থ কৃষক রাশেম বেপারী, মোজাম্মেল হক, রাজ্জাক বেপারী, মোসলেম উদ্দিন, রুবেল হোসেন, স্বপন বেপারী, সাকিব পালোয়ান, আব্বাস আলী, জুলহাস বেপারী জানান, বেকু দিয়ে আধা পাকা ধান নষ্ট করে আমাদের কৃষি জমির মাটি কেটে রাস্তার উন্নয়ন কাজ করা হচ্ছে। এতে আমাদের কয়েকশ মণ ধান ক্ষতি হবে। তবে ২০-২৫ দিন পর ওই রাস্তার কাজ করলে আমরা ধান কেটে গোলাই উঠাতে পারবো। এজন্য আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে কয়েকদিনের সময় চেয়ে আবেদন করেছি। এছাড়া উপজেলার বেনুপুর এলাকায় আধাপাকা ধান নষ্ট করে একটি সড়কের উন্নয়ন কাজ চলছে। এতে ওই এলাকার শত শত কৃষক ক্ষতির মুখে পড়ছে। তাদেরও দাবী, ধান কেটে নেয়ার জন্য কিছু দিন সময় দিয়ে রাস্তার উন্নয়ন কাজ করা হোক। এতে ব্যাপক ক্ষতির হাত থেকে বাঁচবে সাধারণ কৃষক। কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন জানান, মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলে ধান কাটার জন্য কৃষকদের কিছুদিন সময় দেওয়া যায় কিনা সে চেষ্টা করা হচ্ছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com