মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০১:২৬ পূর্বাহ্ন

বালিয়াকান্দিতে ভ্রাম্যমাণ আদালতে তিন আড়তদারের ৩০হাজার টাকা জরিমানা

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ২১ এপ্রিল, ২০২১

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের সমাধিনগর পেঁয়াজ বাজারে গতকাল বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানা, থানা পুলিশ ও গ্রাম পুলিশ সদস্যদের সহযোগীতায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ওজনে তিন থেকে চার কেজি বেশি নেওয়ার অপরাধে তিন পেঁয়াজ আড়তদারকে ৩০হাজার টাকা জরিমানা আদায় করেন। উপজেলার সমাধিনগর বাজারে কৃষকের কাছ থেকে প্রতি মণে তিন থেকে চার কেজি বেশি পেঁয়াজ নেওয়ার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী তিন জন আড়তদারের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে প্রত্যেক আড়তদারকে ১০হাজার সর্বমোট তিন আড়তদাকে ৩০হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত শেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে জনসাধরণ ও গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে মাস্ক বিতরণ করাসহ উপস্থিত বাজারের জনসাধারনকে স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানা। উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানা জানান, উপজেলার হাট বাজার গুলোতে ওজনে যদি কেউ বেশি নেয় তা হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এই অভিযান অব্যাহত থাকবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com