বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম ::
বিএনপি রাষ্ট্র ক্ষমতা পেলে মানুষের কল্যাণে কাজ করবে-মাফরুজা সুলতানা সুইজারল্যান্ডে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস হাফেজা আসমা খাতুনের ইন্তেকালে বাংলাদেশ কালচারাল একাডেমির শোক দেশের মেধাবী ও আদর্শবান লোকদেরকে দলে আনার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন: তারেক রহমান গোদাগাড়ীতে টমেটো চাষে ‘নীরব বিপ্লব’ ট্রাম্পের কাছে বাস্তববাদী পদক্ষেপ আশা করছে ইরান ভূমি উপদেষ্টা হলেন আলী ইমাম মজুমদার দিন-তারিখ ঠিক করে সংস্কার করা অন্তর্র্বতী সরকারের কাজ নয়:খন্দকার মোশাররফ রাজনীতিতে স্লোগান নয়, মেধা ও বুদ্ধির প্রতিযোগিতা চলছে: ফখরুল বুকে ব্যথা নিয়ে হাসপাতালে লুৎফুজ্জামান বাবর

শেরপুরের ঝিনাইগাতীর কোচপল্লীত করোনা সচেতনতা ক্যাম্পেইন

জাহিদুল খান সৌরভ শেরপুর :
  • আপডেট সময় শনিবার, ২৪ এপ্রিল, ২০২১

শেরপুর পাহাড়ি জনপদ বসবাসকারি নৃ-জাতিগােষ্ঠির মাঝে সচেতনতার অভাব করােনা ভাইরাস থেকে সুরক্ষায় স্বাস্থ্যবিধি মেনে চলা ও টিকা গ্রহণের প্রবণতা খুব কম। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলা ও কােভিট-১৯ থেকে সুরক্ষা পেতে টিকা গ্রহণ উদ্ধুদ্ধকরণে ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া কােচপল্লীত সচেতনতা ক্যাম্পেইন করেছে নাগরিক সংগঠন জনউদ্যােগ শেরপুর। ং২৩ এপ্রিল শুক্রবার বিকেলে অনুষ্ঠিত এ ক্যাম্পেইনের উদ্বােধন করেন জনউদ্যােগ আহবায়ক শিক্ষক আবুল কালাম আজাদ। এসময় করােনা থেকে রক্ষায় বাইরে বের হওয়ার সময় মুখে মাস্ক ব্যবহার, বারবার হাতধােয়া, শারিরীক দুরত্ব মেনে চলা সহ স্বাস্থ্য বিধি মেনে চলা ও টিকা গ্রহণের প্রয়াজনীয়তা তুলে ধরেন বক্তারা। এসময় অন্যান্যেদের মাঝে বক্তব্য রাখেন অধ্যাপক শিব শংকর কারুয়া, শেরপুর প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, জেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা মােঃ আরিফুর রহমান, উদীচী জেলা সভাপতি তপন সারােয়ার,  ঝিনাইগাতী উপজেলা আথলীগর সাধারণ সম্পাদক আমিরুজ্জামান লেবু, নারী উদ্যােক্তা আইরীন পারভীন, জনউদ্যােগ সদস্য সচিব হাকিম বাবুল, শেরপুর জেলা কােচ আদিবাসী ইউনিয়ন সভাপতি রয়েল কােচ, শিক্ষক যুগল কিশার কােচ প্রমুখ। অনুষ্ঠান উপস্থিত নারী-পুরুষরা করােনার টিকাগ্রহণে আগ্রহ প্রকাশ করেন এবং তাদের এলাকায় টিকাদান ক্যাম্প করার দাবী জানান। সেইসাথ লকডাউনের এইসময়ে হাট-বাজার যেতে না পারায় কর্মহীন অবস্থায় তারা মানবেতর জীবন-যাপন করছেন বলেও উল্লেখ করেন। তারা সরকারের নিকট সহযােগিতা কামনা করেন এবং উপস্থিত অতিথিদের দৃষ্টি আকর্ষণ করেন। এরপর ৫০টি কােচ পরিবারের মাঝে বেসরকারি উনয়ন সংস্থা আইইডি, শেরপুর উইমেন চেম্বার অব কমার্স ও ইউরাে ফামার্র সহায়তায় ৫০টি কােচ পরিবারের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী মাস্ক, সেনিটাইজার, সাবান এবং খাদ্য সহায়তা হিসেবে আটা বিতরন করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com