সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০২:৪৪ অপরাহ্ন

চলতি বছর কৃষকদের কাছ থেকে ১৫ লাখ টন ধান ক্রয় করবে সরকার – কিশোরগঞ্জে কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক

ফকির মতি কিশোরগঞ্জ :
  • আপডেট সময় রবিবার, ২৫ এপ্রিল, ২০২১

কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, সরকার চলতি বছর কৃষকদের কাছ থেকে ১৫ লাখ টন ধান ক্রয় করবে। কৃষক যাতে তাদের ফসলের ন্যায্য দাম পান সেদিকে সরকার আন্তরিক এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পান সেজন্য সরকার ভর্তুকি দিয়ে আধুনিক কৃষি যন্ত্রপাতি কৃষকদের মধ্যে সরবরাহ করছে। তিনি গতকাল রোববার সকালে মিঠামইন সদর ইউনিয়নের সাধরের হাওরে জেলা প্রশাসন ও মিঠামইন উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ মেসবাহুল ইসলাম, কৃষি উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান অমিতাভ সরকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহা-পরিচালক মোঃ আসাদউল্লাহ, কৃষি গবেষণা ইন্সটিটিউটের মহাপরিচালক ড. মোঃ নাজিরুল ইসলাম, বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউটের মহাপরিচালক শাহজাহান কবির, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), মিঠামইন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হক, মিঠামইন উপজেলা চেয়ারম্যান আছিয়া আলম। এ সময় উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ, জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. এম.এ আফজল, জেলা কৃষক লীগের সভাপতি আহমদ উল্লাহ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু। কৃষিমন্ত্রী আরও বলেন, প্রান্তিক কৃষকদের কাছ থেকে এসব ধান ক্রয় করা হবে এবং কৃষক নির্বাচনে কোন প্রকার রাজনৈতিক প্রভাব যেন না পড়ে সে জন্য লটারির মাধ্যমে কৃষক নির্ধারণ করা হবে। পরে কৃষিমন্ত্রী কৃষকদের মাঝে কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ করেন এবং হারভেস্টার মেশিনে ধান কাটা পরিদর্শন করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com