গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন মিডিয়ায় প্রকাশার্থে এক বিবৃতিতে বলেন: ১ লা মে উপলক্ষে সকল শ্রমিক সমাজকে শুভেচ্ছা। করোনায় লকডাউনের মধ্যে শ্রমিকরা দু:সহ জীবন কাটাচ্ছে। পরিবহন-লঞ্চসহ দিনমজুরদের কোন সহায়তা ছাড়া লকডাউন তাদের জীবন আরোও দুর্বিসহ করে তুলেছে। বাঁশখালীতে এস আলম গ্রুপ ও চীনা কোম্পানীর যৌথ উদ্যোগে পরিচালিত কয়লা বিদ্যুৎ প্লান্টে শ্রমিকদের বকেয়া বেতন ও যৌক্তিক শ্রম ঘন্টার দাবিতে আন্দোলনে গুলি করে শ্রমিক হত্যা অত্যন্ত নিন্দনীয় ঘটনা, সরকার নির্বিকার, আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি করছি। বাংলাদেশে এখনও শ্রমঘন্টা কর্ম পরিবেশ ন্যায্য মজুরী ও ট্রেড ইউনিয়ন অধিকার চরমভাবে উপেক্ষিত, আমাদের দেশে যেখানে গণতন্ত্র ভোটাধিকার আইনের শাসন নেই, সেখানে সুষ্ঠু অধিকার আশা করা বাতুলতা মাত্র। আমাদের দেশে গণতন্ত্র ট্রেড ইউনিয়ন অধিকার, মানুষের সকল ন্যায্য অধিকার আদায়ের জন্য ঐক্যবদ্ধ হওয়া ছাড়া উপায় নেই। তাই মে দিবসের অঙ্গীকার হউক জাতীয় ঐক্য গড়ে তোলার।