মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৪:১৮ অপরাহ্ন

টিকটকের নতুন প্রধান নির্বাহী শাও জি

আইটি ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ২ মে, ২০২১

আট মাস পর স্থায়ীভাবে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। এর নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা শাও জি চিউ। গতকাল শুক্রবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

শাও জি চিউ এর আগে টিকটকের নির্মাতা প্রতিষ্ঠান চীনের বাইটড্যান্সের প্রধান আর্থিক কর্মকর্তা ছিলেন। রয়টার্স জানিয়েছে, টিকটকে প্রধান নির্বাহীর দায়িত্ব গ্রহণ করলেও তিনি বাইটড্যান্সের প্রধান আর্থিক কর্মকর্তার দায়িত্বও পালন করবেন। এক বিবৃতিতে বাইটড্যান্স জানিয়েছে, এই কোম্পানি ও শিল্পের বিষয়ে শাওয়ের গভীর জ্ঞান রয়েছে। প্রযুক্তিখাতে দশক ধরে কাজ করেছেন তিনি। তার নিয়োগে টিকটক আরও শক্তিশালী হবে এবং তিনি করপোরেট কর্পোরেট প্রশাসন এবং দীর্ঘমেয়াদী ব্যবসায়িক উদ্যোগের ওপর গুরুত্ব দিয়ে কাজ করবেন।
টিকটকের অন্তর্র্বতীকালীন প্রধান ভ্যানেসা পাপ্পাস প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তার ভূমিকায় থাকবেন। গত বছর টিকটকের প্রধান নির্বাহী কেভিন মেয়ারের পদত্যাগের পর প্রতিষ্ঠানটির অন্তর্র্বতীকালীন প্রধান নির্বাহীর দায়িত্ব নেন ভ্যানেসা পাপ্পাস।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com