বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের আওতায় জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের ৩০জন কৃষক ও কৃষানীদের নিয়ে ফল গাছের আধুনিক চাষাবাদ এবং ব্যবস্থাপনার মাধ্যমে উৎপাদন বৃদ্ধির কৌশল শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে মাহিলাড়া ইউনিয়ন পরিষদের হলরুমে ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারন কার্যালয়ের উপ-পরিচালক হৃদয়েশ্বর দত্ত। বিশেষ অতিথি ছিলেন রহমতপুর হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম, গৌরনদী উপজেলা কৃষি অফিসার মোঃ মামুনুর রহমান। শেষে কৃষক ও কৃষানীদের মাঝে ফলজ বৃক্ষ প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার রোমানা আফরোজ, মিথুন বণিক, ইউপি সদস্য মিজানুর রহমান প্রমুখ।