মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০২:৩৩ অপরাহ্ন

ঈদে এক চ্যানেলেই শাকিব খানের ১৮ সিনেমা

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১০ মে, ২০২১

আলোচনা সমালোচনা যাই থাকুক, নানা সংকটের এই সিনেমা ইন্ডাস্ট্রিতে শাকিব খান সব কথার শেষ কথা। তার নামে কোটি কোটি টাকা লগ্নি হয়। দর্শকের ভিড় নামে সিনেমা হলে। টিভির পর্দাতেও শাকিব খান এগিয়ে টিআরপি রেটিংয়ে। আসছে রোজা ঈদে দেশের প্রায় সব চ্যানেলেই প্রচার হবে এ নায়কের সিনেমা। তারমধ্যে নাগরিক টিভি চালাবে ১৮টি সিনেমা। ঈদে দিন সকাল ১১টায় প্রচার হবে সিনেমা বিয়ে বাডি। এতে অভিনয় করেছেন শাকিব-অপু-রুমানা। ঈদের দিন সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে প্রচার হবে সিনেমা মাই নেম ইজ খান, অভিনয় করেছেন শাকিব খান-সাহারা। ঈদের দিন রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে ঈদের বিশেষ সিনেমা তুমি স্বপ্ন তুমি সাধনা, অভিনয় করেছেন শাকিব খান-অপু বিশ্বাস।
ঈদের ২য় দিন সকাল ১১টায় প্রচার হবে সিনেমা আমাদের ছোট সাহেব, অভিনয় করেছেন শাকিব খান-সাহারা। ঈদের ২য় দিন দুপুর ২টা ৩০ মিনিটে বিশেষ সিনেমা লাভ ম্যারেজ, অভিনয় করেছেন শাকিব খান-অপু। ঈদের ২য় দিন সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে প্রচার হবে ঈদের বিশেষ সিনেমা রাজা বাবু, অভিনয় করেছেন- শাকিব খান-অপু বিশ্বাস। ঈদের ২য় দিন রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে সিনেমা স্বামীর সংসার, অভিনয় করেছেন শাকিব খান-অপু।
ঈদের ৩য় দিন সকাল ১১টায় প্রচার হবে ঈদের বিশেষ সিনেমা ফুল নেব না অশ্রু নেব, অভিনয় করেছেন শাকিব-শাবনূর-আমিন। ঈদের ৩য় দিন দুপুর ২টা ৩০ মিনিটে সিনেমা হিটম্যান, অভিনয় করেছেন শাকিব খান-অপু বিশ্বাস। ঈদের ৩য় দিন সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে প্রচার হবে বিশেষ সিনেমা হিরো দ্য সুপার ষ্টার, অভিনয় করেছেন শাকিব-ববি-অপু। ঈদের ৩য় দিন রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে ঈদের সিনেমা টাকার চেয়ে প্রেম বড়, অভিনয় করেছেন শাকিব খান-অপু বিশ্বাস। ঈদের ৪র্থ দিন সকাল ৮টায় প্রচার হবে স্বপ্নের বাসর, অভিনয় করেছেন শাকিব-শাবনূর ও রিয়াজ। ঈদের ৪র্থ দিন সকাল ১১টায় প্রচার হবে সিনেম সবার উপরে প্রেম, অভিনয় করেছেন শাকিব খান-শাবনূর ও ফেরদৌস। ঈদের ৪র্থ দিন সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে প্রচার হবে ঈদের বিশেষ সিনেমা পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী-১, অভিনয় করেছেন শাকিব-জয়া ও শুভ। ঈদের ৫ম দিন সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে প্রচার হবে ঈদের বিশেষ সিনেমা পূর্নদৈর্ঘ্য প্রেম কাহিনী-২, অভিনয় করেছেন শাকিব-জয়া ও ইমন। ঈদের ৬ষ্ঠ দিন দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে ঈদের বিশেষ সিনেমা সবার ওপরে তুমি, অভিনয় করেছেন শাকিব-স্বস্তিকা। ঈদের ৭ম দিন সকাল ১১টায় প্রচার হবে বিশেষ সিনেমা মা আমার স্বর্গ, অভিনয় করেছেনর্ শাকিব খান-পূর্নিমা। ঈদের ৭ম দিন দুপুর ২টা ৩০ মিনিটে সিনেমা সন্তান আমার অহঙ্কার, অভিনয় করেছেন শাকিব খান-পূর্নিমা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com