হারিয়ে যাওয়া মানিব্যাগ ফিরিয়ে দিয়ে এক অনন্য দৃষ্টান্ত সৃষ্টি করলেন সিএনজি চালক নূরে আলম। তিনি ময়মনসিংহ জেলার শম্ভুগঞ্জ মহল্লার বাসিন্দা। ফেরত পাওয়া মানিব্যাগ পেয়ে শেরপুরের বিশিষ্ট ব্যবসায়ী উমর ফারুক জানান, গত ৭ মে শুক্রবার আমি ব্যক্তিগত কাজে ময়মনসিংহে যাই। এরপর কাজ শেষে সিএনজি যোগে ময়মনসিংহ থেকে শেরপুর উদ্দেশ্যে রওনা হই। বাসায় এসে খেয়াল করি প্যন্টের পকেটে থাকা মানিব্যাগটি নেই। তখন ভাবলাম হয়তো কোথাও পরে গিয়েছে। মানিব্যাগে ব্যবসায়ীক প্রয়োজনীয় কাগজপত্র, নগদ ১০ হাজার টাকা, এটিএমকার্ড সহ গুরুত্বপূর্ণ অনেক কিছু ছিল। তাই বিষয়টি নিয়ে আমি চিন্তিত ছিলাম। এরপর গত ৮ মে শনিবার হঠাৎ আমার মোবাইলে একটি কল আসে। একজন জানায় যে তিনি একজন সিএনজি ড্রাইভার এবং তার কাছে আমার হারিয়ে যাওয়া মানিব্যাগটি আছে। তারপর সিএনজি চালক নূরে আলম শেরপর এসে আমাকে মানিব্যাগটি ফেরত দেন এবং আমার ব্যাগে সব কিছুই ঠিকঠাক ছিল। এবিষয়ে সিএনজি চালত নূরে আলম বলেন, আমি দীর্ঘ দিন থেকে শেরপুর-ময়মনসিংহ মহাসড়কে সিএনজি চালাই। গত শুক্রবার মানিব্যাগটি রাস্তায় আমিয়ে কুড়িয়ে পাই। তারপর ব্যাগটির কোন নাম ঠিকানা না পেয়ে সেখানে থাকা ভিজিটিং কার্ড দেখে দেখে অনেককেই ফোন দিই। এরপর একজন এই মানিব্যাগটির তথ্য যাচাই করে আমাকে সঠিক মালিকের সন্ধান দেন এবং ব্যগটি আমি শেরপুর এসে ফারুক ভাইয়ের কাছে ফিরিয়ে দিই। নাগরিক সংগঠন জনউদ্যেগের আহবায়ক আবুল কালাম বলেন, অর্থলোভী মানুষের ভিড়ে এরকম সৎ মানুষ পাওয়া কষ্টকর। আমি ব্যক্তিগত ভাবে নূরে আলম ভাইকে স্যালুট জানাই।