বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম ::
বিএনপি রাষ্ট্র ক্ষমতা পেলে মানুষের কল্যাণে কাজ করবে-মাফরুজা সুলতানা সুইজারল্যান্ডে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস হাফেজা আসমা খাতুনের ইন্তেকালে বাংলাদেশ কালচারাল একাডেমির শোক দেশের মেধাবী ও আদর্শবান লোকদেরকে দলে আনার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন: তারেক রহমান গোদাগাড়ীতে টমেটো চাষে ‘নীরব বিপ্লব’ ট্রাম্পের কাছে বাস্তববাদী পদক্ষেপ আশা করছে ইরান ভূমি উপদেষ্টা হলেন আলী ইমাম মজুমদার দিন-তারিখ ঠিক করে সংস্কার করা অন্তর্র্বতী সরকারের কাজ নয়:খন্দকার মোশাররফ রাজনীতিতে স্লোগান নয়, মেধা ও বুদ্ধির প্রতিযোগিতা চলছে: ফখরুল বুকে ব্যথা নিয়ে হাসপাতালে লুৎফুজ্জামান বাবর

টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬

টাঙ্গাইল প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ১৯ মে, ২০২১

টাঙ্গাইলে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচজন। বুধবার সকালের বিভিন্ন সময় এসব দুর্ঘটনা ঘটে। এসব দুর্ঘটনার মধ্যে মির্জাপুর উপজেলায় তিনজন, জেলা সদরে দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঠিকাদারসহ দুইজন এবং ঘাটাইল উপজেলার হামিদপুরে ট্রাকাচাপায় অজ্ঞাত এক পথচারী নিহত হয়েছেন। ভোর পৌনে পাঁচটার দিকে টাঙ্গাইলের মির্জাপুরের পাকুল্যা বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কে থেমে থাকা একটি কাভার্ডভ্যানে যাত্রীবহনকারী একটি হাইচয়ের ধাক্কায় হাইচের চালক ও তার সহকারীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক যাত্রী। নিহতরা হলেন মাইক্রোবাসের চালক হাসান(৩০), তার সহকারী ইমন(২৫) এবং যাত্রী গোলাম মওলা ওরফে শামীম(২৮)। আহত যাত্রী মিমকে গুরুতর অবস্থায় কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। শামীম ও আহত মীম স্বামী-স্ত্রী। তাদের বাড়ি জয়পুরহাট জেলার আক্কেলপুর থানায়। পুলিশ জানায়, ঈদের ছুটি শেষে বাড়ি থেকে স্ত্রী মীমকে নিয়ে কর্মস্থল ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছিলেন শামীম। সকালে তাদের বহনকারী হাইচটি (ঢাকা মেট্রো চ-১৫-০৫৩৫) মহাসড়কের পাকুল্যা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে সেখানে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে (ঢাকা মেট্রো ট ২০-৬০২৭) পেছনে ধাক্কা দেয়। এতে মাইক্রোটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই হাইচয়ের চালক ও তার সহকারীসহ তিনজন নিহত হন। আহত হন মীম। খবর পেয়ে মির্জাপুর হাইওয়ে থানা পুলিশ গিয়ে গুরুতর আহত মীমকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করে। পরে দুর্ঘটনাকবলিত হাইচ ও কাভার্ডভ্যানটি মহাসড়ক থেকে গোড়াই হাইওয়ে থানায় নিয়ে যায় পুলিশ। এদিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার আশেকপুর বাইপাস সংলগ্ন ইন্দুটিয়া এবং ঘাটাইল উপজেলার হামিদপুরে আলাদা দুটি দুর্ঘটনায় তিনজন মারা গেছেন। তাদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম খন্দকার আফজাল হোসেন। তিনি ভূঞাপুর উপজেলার রামপুর গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে। আহতরা হলেন ভুঞাপুর উপজেলার রামপুর গ্রামের সূর্যকান্তির ছেলে লহ্মণ, জীবন, মধুপুর উপজেলার বেরীবাইদ গ্রামের সামাদ মিয়ার ছেলে জুলহাস এবং কুড়িগ্রামের চিলমারী উপজেলার ওয়াহেদ মিয়া। জানা গেছে, মহাসড়ক থেকে টাঙ্গাইল শহরের দিকে আসার সময় আশেকপুর এলাকায় মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। আহত অবস্থায় চারজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।এছাড়া ঘাটাইলের হামিদপুরে ট্রাকচাপায় অজ্ঞাত এক পথচারী নিহত হয়েছেন। টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ মো. নবীন জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com