শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম ::
জব্দ ব্যাংক অ্যাকাউন্ট খুলতে সাবেক ভূমিমন্ত্রীর রিট আরেক হত্যা মামলায় সাবেক বিচারপতি মানিককে গ্রেফতার দেখানো হয়েছে মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান উৎপাদনে ফিরলো কর্ণফুলী পেপার মিল ২০৫০ সালের মধ্যে ৪ কোটি মানুষের মৃত্যু হবে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী সংক্রমণে দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন শেখ হাসিনা, দলবল নিয়ে ঘুরছেন পার্কে পিআইবির নতুন ডিজি ফারুক ওয়াসিফ, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি এম আবদুল্লাহ ষড়যন্ত্রের ফাঁদে পোশাক শিল্প আইন আপনার হাতে তুলে নেয়ার কারো কোনো অধিকার নেই :স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীকে ক্ষমতা দেয়ার বিষয়টি পুনর্বিবেচনা করতে বললেন মির্জা ফখরুল

কুষ্টিয়ার কুমারখালী-যদুবয়রা সেতু নির্দিষ্ট সময়ে শেষ হওয়া নিয়ে সংশয়

আব্দুল মান্নান কুষ্টিয়া :
  • আপডেট সময় বুধবার, ১৯ মে, ২০২১

কুষ্টিয়ার কুমারখালী-যদুবয়রা সেতুর নির্মাণ কাজ এগিয়ে চলেছে। তবে করোনা পরিস্থিতির কারনে নির্দিষ্ট সময়ে সেতুর নির্মাণ শেষ হওয়া নিয়ে দেখা দিয়েছে সংশয়। অবশ্য ঠিকাদারী প্রতিষ্ঠানের আশা নির্দিষ্ট সময়েই নির্মাণ কাজ সমাপ্ত করা হবে। কুমারখালী উপজেলার দক্ষিনের পাঁচ ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের প্রতিক্ষিত গড়াই নদীর উপর নির্মাণাধীন সেতুটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নির্মান করছে। শহর খেয়া ঘাটে নির্মিত এলাকাবাসীর স্বপ্নের এই সেতু নির্মাণে বরাদ্ধ হয়েছে ৮৯ কোটি ৯১ লক্ষ ৩৫ হাজার ৫৯১ টাকা। ১১২টি পাইলের উপর ৬৫০ মিটার দৈর্ঘ্য পিসি গার্ডারে সেতুর ওয়ার্কওয়েসহ ৯ দশমিক ৮০ মিটার চওড়া করা হবে। এ ছাড়াও দুই পাড়ে মোট ৮০০ মিটার দৈর্ঘ্য এপ্রোচ সড়ক ও নদী শাসনে প্রটেকটিভ ওয়ার্ক নির্মাণ করা হবে সাড়ে তিন শত মিটার। দেশের অন্যতম বৃহৎ ঠিকাদারী প্রতিষ্ঠান নেশনটেক কমিউনিকেশন লিমিটেড ও রানা বিল্ডার্স যৌথভাবে সেতুর নির্মাণ কাজ করছে। ২০১৯ সালের ১৭ এপ্রিল কাজের ওয়ার্ক অর্ডার পেয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান ইতিমধ্যেই সবগুলো স্প্যানের কাজ শেষ করেছে। ৫২টি পিসি গার্ডারের সেতুতে স্প্যান রয়েছে ১৩টি। প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য হবে ৫০ মিটার। চওড়া হবে ৯.৮০ মিটার। সেতুর দক্ষিণের যদুবয়রা পাড়ের ৯ থেকে ১৩ নং স্প্যানের ১৬টি গার্ডারের ১৪টির ঢালাই ইতিমধ্যেই শেষ হয়েছে। ১০ই মে ৯ ও ১০ নং স্প্যানের ১৪নং গার্ডারের ঢালাই সমাপ্ত হয়। সেতুতে মোট গার্ডারের সংখ্যা রয়েছে ৫২টি। বর্তমানে সেতুতে কর্মরত কর্মচারী আর শ্রমিকদের ঈদের ছুটি চলছে। ছুটি শেষ হলে কুমারখালী পাড়ে গার্ডারের কাজ শুরু হবে। ইতিমধ্যে উত্তর পাড়ে গার্ডারের পাইলিং শুরু করেছে কর্তৃপক্ষ। বর্তমানে শুষ্ক মওসুম থাকায় নদীর তলদেশে সামান্য পানি থাকলেও অধিকাংশ স্প্যান বালুর চরে আটকে আছে। বর্ষা মওসুমে নদীতে পানি টইটম্বুর হয়ে পড়বে। তখন সেতুর উপরিভাগের কাজ পুরোদমে চলবে বলে ম্যাটিরাল প্রকৌশলী শরীফ হোসেন জানিয়েছেন। তিনি আলো বলেন, ইতিমধ্যেই মূল সেতুর প্রায় ৬০ শতাংশ কাজ সমাপ্ত হয়েছে। ঠিকাদারী প্রতিষ্ঠানের দায়ীত¦রত প্রোজেক্ট ম্যানেজার প্রকৌশলী আশিক আহমেদ জানিয়েছেন, ঈদের পরে মূল গার্ডারের উপরে ডেক্স স্লাব, রেলিং ও প্রচ গার্ডারের কাজ করা হবে। নির্দিষ্ট সময়ে কাজ শেষ করার চেষ্টা করা হচ্ছে বলেও তিনি জানান। এ বছরের আগামী ২৫ অক্টোবর সেতুর নির্মাণ কাজ সমাপ্তির কথা রয়েছে। গত বছর করোনার কারনে অর্থ সংকটে কাজ বন্ধ ছিল। ঠিকাদারী প্রতিষ্ঠান ইতিপূর্বে সময় মত বিল না পাওয়ায় অর্থ সংকটে কাজের গতি হ্রাস করেছিল। সেই পিছিয়ে পড়া সংকট পূরণ করতে পারছে না কর্তৃপক্ষ। ফলে নির্দিষ্ট মেয়াদে সেতু নির্মাণ শেষ হচ্ছে না বলে আশংকা রয়েছে। এদিকে সেতুর দুই পাশে নদী শাসন ও এপ্রোচ সড়ক নির্মাণ করার ক্ষেত্রে এখনও ডিজাইন এবং অর্থ বরাদ্ধ হয়নি। সড়কের জন্য জমি অধিগ্রহন শুধু মাপ-জোকের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। কুমারখালী পাড়ে ৩শত ও যদুবয়রা পাড়ে ৫শত মিটার দৈর্ঘ্য এপ্রোচ সড়ক নির্মাণ হবে। কুমারখালীবাসীর বহু প্রত্যাশিত এই টোল ফ্রি সেতু নির্মাণ হলে উপজেলার সাথে ঝিনাইদহ ও মাগুরার দূরত্ব এবং গড়াই নদী দ্বারা বিভক্ত দক্ষিণের পাঁচটি ইউনিয়নের মানুষের দীর্ঘ দিনের দূর্ভোগ কমবে। শিল্প শহর কুমারখালীর অর্থনৈতিক গতি পাবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com