রংপুরের গঙ্গাচড়ায় সরকারি রাস্তার গাছ কেটে সাবার করেছেন প্রধান শিক্ষক মকদুম আলী। এঘটনায় এলাকায় বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার গজঘন্টা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মানাষপাড়া হতে গজঘন্টা যাওয়া সরকারি কাচা রাস্তায় শিশু, ইউকালেক্টরসহ বিভিন্ন গাছ ছিলো। ওই গ্রামের বাসিন্দা ও শংকরদহ নতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকদুম আলী রাস্তার দু’ধারে প্রায় ১০/১২ টি বিভিন্ন জাতের গাছ সম্প্রতি কেটে প্রায় ৫০ হাজার টাকায় বিক্রি করে দেন। সরেজমিনে গিলে স্থানীয় লোকজন শিক্ষক মকদুম আলী গাছ কেটে বিক্রির বিষয়টি নিশ্চিত করেন। এ ব্যাপারে প্রধান শিক্ষক মকদুম আলী বলেন, রাস্তাটি আমার জমির উপর আমার রাস্তার দুধারের জমি আমার। ১০ বছর আগে আমি বিভিন্ন জাতের গাছ রোপন করি। ওই গাছগুলোর মধ্যে ৮ টি গাছ ৫০ হাজার টাকা বিক্রি করেছি। প্রধান শিক্ষকের স্ত্রী সাংবাদিকদের ওপর ক্ষীপ্ত হয়ে বলেন, নিজের জমিতে রাস্তা সে রাস্তায় লাগাইছি এবং আমাদের লাগানো গাছ বিক্রি করেছি। তিনি পাল্টা প্রশ্ন করেন নিজের গাছ কাটতে কাউকে বলতে হয়না কি। গজঘন্টা ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম ও সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য দুলাল মিয়া জানান, আমাদেরকে না জানিয়ে তিনি গাছগুলো কেটেছেন। উপজেলা শিক্ষা অফিসার শফিকুল আলম বলেন, রাস্তার গাছগুলো ইউনিয়ন পরিষদের অধিনে, সরকারি স্কুলের হলে ব্যবস্থা গ্রহন করতাম। উপজেলা নির্বাহী অফিসার তাসলীমা বেগম বলেন, গাছ কাটার বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।