মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০১:৪৫ অপরাহ্ন

মোরেলগঞ্জে ভ্যাপসা গরমে দিশেহারা মানুষ

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ২২ মে, ২০২১

বাগেরহাটের মোরেলগঞ্জে হঠাৎ করেই প্রচন্ড ভ্যাপসা গরমে দিশেহারা মানুষ। সকাল গড়িয়ে দুপুর হলেই প্রখর রোদ আর গরমে অতিষ্ঠ জনজীবন। সেই সাথে পশুপাখিগুলোর হাঁসফাঁস অবস্থা। তাই প্রচন্ড গরম থেকে রক্ষা পেতে পানির ট্যাব বা পানি দিয়ে হাত মুখ ধুয়ে শরীর ভিজিয়ে ঠান্ডা করছে মানুষ। গরমের একই অবস্থা দেখা গেল বাগেরহাটের মোরেলগঞ্জের প্রাণিকূলের মধ্যেও। বাগেরহাট আবহাওয়া অফিস বলছে, বাগেরহাটের মোরেলগঞ্জে হঠাৎ করেই তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে। বাতাসের আর্দ্রতা বেশি থাকায় মানুষের শরীরে গরম অনুভূত বেশি হচ্ছে। এজন্য জনজীবন অনেকটা অতিষ্ঠ হয়ে উঠেছে। আলাউদ্দিন নামের এক রিক্সা চালক বলেন, গত শুক্রবার থেকে ভ্যাপসা গরমে ঠিকমত রিক্সা চালাতে পারছিনা। খুব কষ্ট হচ্ছে। শেখ সাথী ইসলাম নামের এক ব্যাক্তি বলেন, ভ্যাপসা গরমে রাতে ঘুমাতে পারছিনা। বাগেরহাটের মোরেলগঞ্জে পানগুছি নদীর ধারে গিয়ে দেখা যায়, কাকগুলো একটু পানগুছির পানিতে ডুবিয়ে দিয়েছে শরীর। রাস্তার কুকুর গুলো অল্প পানিতে শরীর জুড়িয়ে নিচ্ছে। আর পানগুছি নদীরপাড়ের গাছের নিচে বসে অনেকে একটু জিরিয়ে নিচ্ছে। বাগেরহাটের মোরেলগঞ্জে পানগুছি নদী এলাকায় এমন দৃশ্য দেখা গেছে। এছাড়াও গরম থেকে রক্ষা পেয়ে পানগুছির পানিতে দীর্ঘ সময় গোসল করতে দেখা গেছে মানুষকে। আবহাওয়া অধিদপ্তর বলছে, বাগেরহাটের মোরেলগঞ্জে যে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা আরো কয়েকদিন অব্যাহত থাকবে। আপাতত তেমন বৃষ্টির সম্ভাবনা নেই।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com