সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৫:২৩ অপরাহ্ন

সলঙ্গায় জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে সমাবেশ ও মানবন্ধন করছে গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা

আশরাফুল ইসলাম সলঙ্গা (সিরাজগঞ্জ) :
  • আপডেট সময় শনিবার, ২২ মে, ২০২১

২২ মে শনিবার দুপুর ২টায় সলঙ্গা থানার সামনে সলঙ্গা প্রেস ক্লাবের উদ্যোগে ওই কর্মসূচি পালন করেন তারা। সমাবেশে বক্তারা বলেন, রোজিনার উপর আক্রমণ গণমাধ্যমের স্বাধীনতার উপরই হস্তক্ষেপ। সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও ‘বির্তকিত অফিসিয়াল সিক্রেসি অ্যাক্ট ১৯২৩’ বাতিলের দাবি জানান তারা। আয়োজিত প্রতিবাদ সমাবেশে সলঙ্গা প্রেসক্লাব, সলঙ্গা রিপোর্টার্স ইউনিটি, হাটিকুমরুল হাইওয়ে প্রেসক্লাব, সলঙ্গা রিপোটার ক্লাব ও সলঙ্গা অনলাইন প্রেসক্লাবেরক কর্মরত টেলিভিশন, প্রিন্ট ও অন লাইনে কর্মরত সাংবাদিক ও বিভিন্ন মিডিয়া কর্মীরা অংশ নেন। সলঙ্গা প্রেস ক্লাবের সভাপতি জাতীয় দৈনিক করতোয়া পত্রিকার সলঙ্গা থানা প্রতিনিধি মোঃ কোরবান আলীর সভাপতিত্বে ও ক্লাবের সাধারণ সম্পাদক জাতীয় দৈনিক দিনকাল পত্রিকার বিশেষ প্রতিনিধি এম,দুলাল উদ্দিন আহমেদ এর পরিচালনায় বক্তব্য দেন সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও জাতীয় দৈনিক খবরপত্র পত্রিকার সলঙ্গা থানা প্রতিনিধিঃ মোঃ আশরাফুল ইসলাম,সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও জাতীয় দৈনিক জনতার সলঙ্গা প্রতিনিধিঃ এম,আর মুন্টু,সলঙ্গা রিপোটার ক্লাবের সভাপতি মোঃ আব্দুর রশিদ খান,হাটিকুরুল হাইওয়ে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসাইন সহ বিভিন্ন মিডিয়া সংবাদ কর্মীরা অংশ নেন-সমাবেশে বক্তারা রোজিনা ইসলামের উপর নির্যাতন ও হয়রানীর সুষ্ঠু তদন্তের জন্য একটি স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনেরও দাবি জানান। প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্তাকারীদের বিচার এবং তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে বিভিন্ন কর্মসূচি অব্যাহত রয়েছে। কর্মরত সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা বিক্ষোভ, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন। এসব কর্মসূচিতে বক্তারা বলেন, তিনি দেশের মানুষের কাছে স্বাস্থ্য খাতের লাগামহীন দুর্নীতির প্রতিবেদন তুলে ধরেছেন। তাঁকে হেনস্তা করা ও মিথ্যা মামলা দিয়ে আটকে রাখা মানে সংবাদপত্রের স্বাধীনতা ক্ষুণ করা। অবিলম্বে মুক্তির দাবি জানান তাঁরা। গত সোমবার রোজিনা ইসলাম পেশাগত দায়িত্ব পালনে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান। মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাঁকে একটি কক্ষে আটকে রাখেন। প্রায় পাঁচ ঘণ্টা পর রাত সাড়ে আটটার দিকে রোজিনাকে শাহবাগ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। রাত পৌনে ১২টার দিকে তাঁর বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করা হয়। আমরা এ মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com