শেরপুরে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ এর ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ২২ মে শনিবার সকালে শেরপুর জেলা শহরের চকবাজার জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ শেরপুর জেলা শাখার আয়োজনে কেক কাটা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ শেরপুর জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য ডা. মো. আবদুস সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ কামাল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে কেক কাটেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, শেরপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। এছাড়া অন্যান্যদের মধ্যে শেরপুর জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক বশিরুল ইসলাম সেলু, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. আনিসুর রহমান, দপ্তর সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ শেরপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক নূরজ্জামান, শহর মৎস্যজীবী লীগ সভাপতি আফিউর রহমান মিল্টন, সাধারণ সম্পাদক মোল্লা রাসেদ উদ্দিন, সদর উপজেলা মৎস্যজীবী লীগ সভাপতি এজেডএম হুমায়ুন কবীর, সহ-সভাপতি মোখলেসুর রহমান, সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক সানোয়ার হোসেনসহ জেলা মৎস্যজীবী লীগের সকল নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।