মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০১:৪০ অপরাহ্ন

বাংলাদেশ জাতীয় অন্ধকল্যাণ সমিতি দিনাজপুর শাখার নির্বাচন আগামী ১০ জুলাই

মাহফিজুল ইসলাম রিপন দিনাজপুর :
  • আপডেট সময় রবিবার, ২৩ মে, ২০২১

বাংলাদেশ জাতীয় অন্ধকল্যাণ সমিতি নিউটাউন দিনাজপুর শাখার কার্যনির্বাহী কমিটির ৩ বছর মেয়াদের নির্বাচন আগামী ১০ জুলাই, ২০২১ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ জাতীয় অন্ধকল্যাণ সমিতি দিনাজপুর শাখার সাধারণ সম্পাদক ডাঃ চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী জানান আগামী ১০/৭/২০২১ ইং তারিখ শনিবার বাংলাদেশ জাতীয় অন্ধকল্যাণ সমিতি দিনাজপুরের কার্যনির্বাহী কমিটির পরবর্তী ৩ বছর মেয়াদের নির্বাচন অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করা হয়েছে। এব্যাপারে সকল ও সাধারণ সদস্যদের জানানো যাচ্ছে যে, আজীবন ও সাধারণ সদস্যদের নামের তালিকা নির্বাহী সভায় অনুরোধ করা হয়েছে। উক্ত সদস্যদের নামের তালিকা সমিতির নির্বাচনে ভোটার তালিকা হিসেবে গন্য হবে। অনুমোদিত সদস্যগণের নামের তালিকা বা ভোটার তালিকা সমিতির সকল আজীবন ও সাধারণ সদস্যদের অবগতির জন্য সমিতির কার্যালয় গাউসুল আযম বিএনএসবি আই হসপিটালের নোটিশ বোর্ডে ২৩/৫/২০২১ ইং তারিখে প্রকাশ / ঝুলানো হয়েছে। সমিতির গঠনতন্ত্রের ২৮ ও ২৯ ধারা অনুযায়ী প্রকাশিত তালিকা পর্যবেক্ষন এবং এ বিষয় কারো কোনরূপ আপত্তি থাকলে আগামী ৩০/৫/২০২১ ইং তারিখের মধ্যে সাধারণ সম্পাদক বরাবর লিখিতভাবে আপত্তি করার জন্য অনুরোধ করছি। ৩০/৫/২০২১ ইং তারিখের মধ্যে কোন আপত্তি পাওয়া না গেলে প্রকাশিত নামের তালিকা বা ভোটার তালিকা চূড়ান্ত বলে গৃহীত হবে এবং উক্ত তালিকা অনুযায়ী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com