জামালপুরের শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা। গতকাল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন করা হয়। মানববন্ধনে ছাত্র-ছাত্রীরা বলেন, দীর্ঘ সময় ধরে ক্যাম্পাস শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় অনেক ছাত্র-ছাত্রী শিক্ষা থেকে ঝড়ে পড়ছে। অভিবাবকরা হতাশায় পড়েছেন।সরকার করোনা মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের লেখাপড়ার সুযোগ সৃষ্টি করার সুনির্দিষ্ট পরিকল্পনা নিতে পারতেন। কিন্তু দেশের আগামীদিনের জন্য গড়ে উঠা সোনালী স্বপ্নকে করোনার অজুহাতে ধ্বংস করে দেয়া হচ্ছে। জামালপুরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দের ব্যানারে আয়োজিত মাবনবন্ধনে বক্তব্য রাখেন সরকারী আশেক মাহমুদ কলেজের শিক্ষার্থীদের সমন্বয়কারী মো: রফিকুল ইসলাম, প্রশান্তি স্কুলের শিক্ষার্থী আবু সাইদ পলাশ, শাহীন স্কুলের ছাত্র অভিবাবক আবদুল গফুর এবং সরকারী আশেক মাহমুদ কলেজের শিক্ষার্থী মো: এখলাস।ছাত্রী-ছাত্রীরা কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়া চালিয়ে যেতে দ্রুত সময়ের মধ্যে দেশের প্রতিটি ক্যাম্পাস ও শিক্ষা প্রতিষ্ঠান খোলে দেওয়ার দাবি জানান। তাদের দাবি মানা না হলে পর্যায়ক্রমে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে মানববন্ধনে ঘোষনা দেন শিক্ষার্থীরা।