সোমবার, ২০ মে ২০২৪, ১০:০৬ অপরাহ্ন

নলডাঙ্গার ব্রহ্মপুর ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষণা

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ২৪ মে, ২০২১

নাটোরের নলডাঙ্গা উপজেলার ব্রক্ষ্মপুর ইউনিয়ন পরিষদের ২০২১-২২ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। এতে মোট ৩৬ লাখ ৩৫ হাজার ২০০ টাকার বাজেট পেশ করা হয়। এরমধ্যে রাজস্ব খাতে ১৬ লাখ ৩৫ হাজার ২০০ টাকা ও উন্নয়ন খাতে ২০ লাখ টাকা। এবারের বাজেটে, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও সেচ এবং নারী ও প্রতিবন্ধী উন্নয়ন, জন্ম নিবন্ধন প্রক্রিয়ার ওপর বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। সোমবার (২৪ মে) দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে এই বাজেট ঘোষনা করেন চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান বাবু। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাটোর স্থানীয় সরকার (ডিডিএলজি) উপ পরিচালক মোঃ গোলাম রাব্বী। বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইউপি সদস্য মুক্তার হোসেন নিপু, ইয়াছিন আলী, ফরিদ হোসেন, রফিকুল ইসলাম বকুল, ব্রক্ষ্মপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নিরেন্দ্র নাথ ঠাকুর, বীরমুক্তিযোদ্ধা ওসমান আলী, স্থানীয় আওয়ামীলীগ নেতা ইয়াকুব আলী, ব্রক্ষ্মপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ জামান হোসেন মোল্লা, সাধারন সম্পাদক মোঃ আয়ুব আলী, ইউপি সচিব মোঃ নজমুল ইসলাম প্রমুখ। ব্রক্ষ্মপুর ইউনিয়ন (ইউপি) সচিব মোঃ নজমুল ইসলাম জানান, এবারের বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ১৬ লাখ ৩৫ হাজার ২০০ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ১৪ লাখ ৬৯ হাজার ৫০০ টাকা। উদ্বৃত্ব ধরা হয়েছে ১ লাখ ৬৫ হাজার ৭০০ টাকা। অপরদিকে উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ২০ লাখ টাকা। তিনি বলেন, জনগণের সক্রিয় অংশগ্রহণ ও মতামতের ভিত্তিতে এই বাজেট প্রণনয়ন ও ঘোষনা করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com