দিনাজপুরের পার্বতীপুরে দরিদ্র মানুষের অধিকারের প্রত্যয় নিয়ে ভূমিতে মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বে-সরকারি উন্নয়ন সংস্থ্যা কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ’র) উদ্যোগে মঙ্গলবার বিকেল ৪টায় সংগঠনের পার্বতীপুর আঞ্চলিক অফিসে মতবিনিময়ের আয়োজন করে পার্বতীপুর উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদ। রজব আলী মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দৈনিক মানববার্ত’র নির্বাহী সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মাহফিজুল ইসলাম রিপন। বিশেষ অতিথি হিসেবে দৈনিক খবরের পার্বতীপুর প্রতিনিধি জাকির হোসেন, চ্যানেল এস টেলিভিশনের পার্বতীপুর প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, প্রভাষক মিজানুর রহমান, ওয়ার্ড সদস্য কহিনুর বেগম বক্তব্য দেন। অন্যান্যদের মাঝে উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদ এর সাধারণ সম্পাদক বিষ্ণুপদ রায়, জেলা কমিটির সদস্য অনন্ত রায়, চন্ডিপুর জনসংগঠন ঐক্য পরিষদের সদস্য প্রশান্ত কুমার রায়, মোমিনপুর কমিটির সদস্য মাহাবুবার রহমান, সিডিএ’র গ্রাম সহায়ক শামীমুর রহমান, বিপাশা অধিকারী, অফিস সহকারী কাম-হিসাব রক্ষক রোকেয়া খাতুনসহ অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আগতরা ভূমি সম্পর্কিত জটিলতা বিষক বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে উপস্থিত সাংবাদিকবৃন্দ নিজ নিজ অবস্থান থেকে সহযোগীতার হাত বাড়িয়ে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।