‘আমরা আছি আপনাদের পাশে মানবিক পুলিশের চোখে জনতার আকাক্সক্ষা লেখা থাকে’ এই শ্লোগানকে সামনে রেখে গতকাল মঙ্গলবার সকালে নরসিংদী জেলা পুলিশের উদ্যোগে সাহেপ্রতাবস্থ পুলিশ লাইন্স চত্বরে নরসিংদীতে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে জেলা পুলিশের এক ঈদোত্তর পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। নরসিংদী পুলিশ সুপার কাজী আশরাফুল আজিমের (বিপিএম) সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবাগত সহকারী পুলিশ সুপার (অপরাধ) মো: সাহেব আলী পাঠান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক এম.এ আউয়াল, মোর্শেদ শাহরিয়ার, মনজিল এ মিল্লাত, মো: জসিম উদ্দিন ভূইয়া, মো: হোসেন আলী, এস.এম সফি, আশিকুল ইসলাম হানিফ ও আমজাদ হোসেন প্রমুখ। এছাড়া জেলার ৭টি থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য পুলিশ অফিসারগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী পুলিশ সুপার (প্রশাসন) এনামূল হক সাগর। সাংবাদিকদের উদ্দেশ্য করে পুলিশ সুপার বলেন, মানবিক দিকটি সামনে রেখে আমরা দায়িত্ব পালন করে আসছি এবং তা অব্যাহত থাকবে। পুলিশ নরসিংদীবাসীর পাশে আছে এবং থাকবে। মানুষের জানমালের রক্ষার্থে সর্বদা নিয়োজিত রয়েছে। আপনাদের সাহায্য সহযোগিতা পেলে আমাদের পেশাদারিত্ব বজায় রেখে সফলভাবে করতে পারবো ইনশাল্লাহ।