সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৪:৫১ অপরাহ্ন

বাউফলে তাপস হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে যুবলীগের বিক্ষোভ

এইচ.এম.বাবলু বাউফল :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ মে, ২০২১

পটুয়াখালীর বাউফলের ১বছর আগের চাঞ্চল্যকর তাপস হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন উপজেলা যুবলীগ। মঙ্গলবার সকালে তাপস দাসের প্রথম মৃত্যূ বার্ষিকী উপলক্ষ্যে পৌর শহরের ইলিশ চত্বরে (প্রস্তাবিত তাপস চত্বর) ওই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয় জনতা ভবনে গিয়ে শেষ হয়। প্রতিবাদ সভায় উপজেলা যুবলীগ সভাপতি শাহজাহান সিরাজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার। আরও বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য হারুন অর রশিদ খাঁন, উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক ও কালাইয়া ইউপি চেয়ারম্যান এস.এম ফয়সাল আহম্মেদ মনির মোল্লা। সমাবেশে বক্তারা বলেন,‘ গত বছর ২৪ মে থানা সংলগ্ন ডাকবাংলোর সামনে পৌর মেয়র জিয়াউল হক জুয়েলের উপস্থিতিতে তাঁর সন্ত্রাসী বাহিনী যুবলীগ নেতা তাপস দাসকে নির্মমভাবে হত্যা করে। হত্যাকান্ডের সময় তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। যার প্রমাণ ভিডিও ফুটেজে রয়েছে। তারপরেও মামলার প্রধান আসামী মেয়র জুয়েলকে চুড়ান্ত অভিযোগ পত্র থেকে বাদ দেওয়ার পায়তারা চলছে। তাঁরা আরও বলেন,‘ জিয়াউল হক জুয়েল হত্যার কান্ডের সাথে সরাসরি জড়িত। এর মাঝে কোন যদি কিন্তু নেই। তাই তাকে মামলা থেকে বাদ দেওয়ার সুযোগ নেই। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় আরও উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোসারেফ হোসেন খাঁন, পৌর আওয়ামীলীগ সাধারন সম্পাদক এনায়েত খাঁন সানা, কালাইয়া ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক আ.স.ম কবিরুজ্জামান, চন্দ্রদ্বীপ ইউপি চেয়ারম্যান এনামুল হক আলকাছ মোল্লা, উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক মো.ইব্রাহিম খলিল। এছাড়াও উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com