বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম ::
বিএনপি রাষ্ট্র ক্ষমতা পেলে মানুষের কল্যাণে কাজ করবে-মাফরুজা সুলতানা সুইজারল্যান্ডে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস হাফেজা আসমা খাতুনের ইন্তেকালে বাংলাদেশ কালচারাল একাডেমির শোক দেশের মেধাবী ও আদর্শবান লোকদেরকে দলে আনার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন: তারেক রহমান গোদাগাড়ীতে টমেটো চাষে ‘নীরব বিপ্লব’ ট্রাম্পের কাছে বাস্তববাদী পদক্ষেপ আশা করছে ইরান ভূমি উপদেষ্টা হলেন আলী ইমাম মজুমদার দিন-তারিখ ঠিক করে সংস্কার করা অন্তর্র্বতী সরকারের কাজ নয়:খন্দকার মোশাররফ রাজনীতিতে স্লোগান নয়, মেধা ও বুদ্ধির প্রতিযোগিতা চলছে: ফখরুল বুকে ব্যথা নিয়ে হাসপাতালে লুৎফুজ্জামান বাবর

লোকসান গুনতে হচ্ছে দিনাজপুরের লিচু চাষিদের

মোসলেম উদ্দিন (হিলি) দিনাজপুর :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ মে, ২০২১

বাজারে উঠতে শুরু করেছে দিনাজপুরে সুস্বাদু ও রসালো বিভিন্ন জাতের লিচু। গেলো বারের মতো ভাল ফলন না হওয়ায় লোকসান গুনতে হচ্ছে লিচু চাষিদের। আবার বেশি দামে লিচু ক্রয় করতে হচ্ছে ক্রেতাদের। বৈরি আবহাওয়ার কারণে এবার লিচুর ফলন কম হয়েছে বলে জানিয়েছেন জেলা কৃষি অধিদপ্তর। জেলার বিভিন্ন উপজেলা ঘুরে দেখা গেছে, প্রায় লিচু বাগানগুলোতে তেমন ধরেনি লিচু। গত বছরে যে সব বাগানে লিচুতে গাছ নুয়ে পড়ে ছিলো, সে সব বাগানে প্রায় অর্ধেক লিচু গাছে ঝুলছে। আবার অনেক গাছে একটিও লিচু আসেনি। বাগান ছাড়াও অনেকের বসত ভিটাতেও তেমন নেই লিচু। যে সকল লিচুর বাগান মালিক প্রতি বছর তাদের বাগান থেকে ৩ থেকে ৪ লাখ টাকার লিচু বিক্রি করতো, এবছর অনেকেই ৫০ হাজার টাকার লিচু পাবে। এদিকে হিলি বন্দরের বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, লিচু কিনার হিড়িক পড়েছে লিচু ব্যবসায়ীদের নিকটে। তবে গত বছরের চেয়ে এবার লিচুর দাম অনেক বেশি। দাম বেশি হলেও চাহিদা অনুযায়ী লিচু পাচ্ছেন না ক্রেতারা। বাজারে উঠেছে মাদ্রাজি, চাইনা থ্রী লিচু, তবে বোম্বে লিচু আরও সপ্তাহখানিক পর উঠবে। চাইনাথ্রী লিচু ৫ হাজার টাকা দরে ক্রয় করে ব্যবসায়ীরা তা বিক্রি করছেন ৬ হাজার টাকা হাজার অর্থাৎ ৬০০ টাকা ১০০টি লিচুর দাম। মাদ্রাজি লিচু ১২০ থেকে ১৩০ টাকা দরে কিনে তা বিক্রি করছেন ১৬০ থেকে ১৮০ টাকা ১০০টা। লিচু কিনতে আসা রেজাউল করিম বলেন, মৌসুমি ফল কিনতে হবে। বাড়িতে মা-বাবা বাচ্চারা খাবে, তবে গত বারের চেয়ে এবার দাম অনেক বেশি। গেলো বার যে লিচু ৮০ টাকা থেকে ১০০ টা শও কিনে ছিলাম, আজ তা কিনতে হলো ১৬০ টাকা দরে। আর একজন ক্রেতা রবিউল ইসলাম বলেন, চাইনাথ্রী ১০০ লিচু নিলাম ৬০০ টাকা করে। গতবার এলিচু নিয়ে ছিলাম ৩০০ থেকে ৩৫০ টাকা দরে। দাম বেশি হলেও সুবিধাজনক নই। হিলি চারমাথায় একজন লিচু ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, বিরামপুর, নবাবগঞ্জে লিচুর দাম বেশি, তাই আমরা দিনাজপুর সদরে মাসুমপুর বাজার থেকে লিচু কিনে আনছি। সেখানে একটু দাম কম। মাদ্রাজি লিচু ১২০ টাকা শও কিনে তা ১৬০ থেকে ১৮০ দরে বিক্রি করছি। কথা হয় হিলি বাজারের লিচু ব্যবসায়ী মিন্টু মিয়ার সাথে, তিনি বলেন, চাইনাথ্রী লিচু ৬০০ টাকা শও বিক্রি করছি, এটা কিনা আছে ৫০০ টাকা শও। এই লিচুর চাহিদা বেশি, তবে দাম বেশির কারণে অল্প করে মানুষ কিনছেন। একজন লিচু গাছয়ালা রমিজ উদ্দিন বলেন, আমার বাড়িতে একটা বোম্বে জাতের লিচু গাছ আছে। প্রতি বছর কয়েক হাজার লিচু ধরে, এই বার একটিও লিচু আসেনি। নবাবগঞ্জের লিচু বাগান চাষি হাসেম উদ্দিন বলেন, আমার ছোট-বড় ৫ টি লিচু বাগান আছে। প্রতি বছর প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার লিচু বিক্রি করি। কিন্তু এবছর মনে হয় না ৫০ হাজার টাকার লিচু বিক্রি করতে পারবো? এই বছরটাই মাটি। নবাবগঞ্জ উপজেলা কৃষি অফিসার মোস্তাফিজুর রহমান জানান, আবহাওয়ার কারণে এবার উপজেলার লিচু চাষিরা আশানুরূপ তেমন লিচুর ফলন পাইনি লিচু চাষিরা। উপজেলায় মোট ২৭৫ হেক্টর জমিতে লিচুর চাষ হয়েছে। বিরামপুর উপজেলা কৃষি অফিসার নিক্সন চন্দ্র সরকার জানান, উপজেলায় মোট ১০০ হেক্টর জমিতে লিচুর চাষ করেছেন লিচু চাষিরা। গত বর্ষায় টানা কয়েক দিনের ভারি বর্ষণে প্রতিটি লিচু গাছের গোড়ায় পানি জমে ছিলো। আর এই কারণে লিচুর মুকুল আসার সময় গাছগুলোতে মুকুল না এসে নতুন পাতা বেড় হয়ে ছিলো। মুলত আবহাওয়ার কারণেই চলতি মৌসুমে লিচুর ফলন কম। দিনাজপুর জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক তৌহিদ ইকবাল জানান, লিচুর চলতি মৌসুমে জেলার ১৩ টি উপজেলায় প্রায় সাড়ে ৫ হাজার হেক্টর জমিতে লিচুর চাষ হয়েছে। গত বারের চেয়ে এবার লিচুর ফলন অনেকটাই কম।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com