বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম ::
বিএনপি রাষ্ট্র ক্ষমতা পেলে মানুষের কল্যাণে কাজ করবে-মাফরুজা সুলতানা সুইজারল্যান্ডে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস হাফেজা আসমা খাতুনের ইন্তেকালে বাংলাদেশ কালচারাল একাডেমির শোক দেশের মেধাবী ও আদর্শবান লোকদেরকে দলে আনার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন: তারেক রহমান গোদাগাড়ীতে টমেটো চাষে ‘নীরব বিপ্লব’ ট্রাম্পের কাছে বাস্তববাদী পদক্ষেপ আশা করছে ইরান ভূমি উপদেষ্টা হলেন আলী ইমাম মজুমদার দিন-তারিখ ঠিক করে সংস্কার করা অন্তর্র্বতী সরকারের কাজ নয়:খন্দকার মোশাররফ রাজনীতিতে স্লোগান নয়, মেধা ও বুদ্ধির প্রতিযোগিতা চলছে: ফখরুল বুকে ব্যথা নিয়ে হাসপাতালে লুৎফুজ্জামান বাবর

ইসলামপুরে অবৈধভাবে ভেকু মেশিন দিয়ে মাটি উত্তোলন

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ২৬ মে, ২০২১

জামালপুরের ইসলামপুরে পার্থশী ইউনিয়নে সুরেরপাড় গ্রামের অবাধে চলছে অবৈধভাবে ভেকু মেশিন দিয়ে মাটি উত্তোলন করে বিক্রি। অবৈধভাবে মাটি কেটে নিয়ে ইটভাটা ও পুকুর ভরাটসহ বিভিন্ন জায়গায় বিক্রি করছে দেলোয়ার হোসেন দেলু। গত কয়েক মাস ধরে প্রকাশ্য মাহিনদ্রা ট্রাক দিয়ে নদী পাড়ের মাটি অন্যত্র বিক্রি করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নীরব। সরেজমিনে গিয়ে দেখা যায়, একটি প্রভাবশালী চক্র বলিয়াদহ আমতলী ব্রিজের নিচে যমুনা নদী সুরেরপাড় খালের মাটি কেটে বিভিন্ন স্থানে বিক্রি করছে। ছোট-বড় ১০ থেকে ১৫টি মাহিনদ্রা ট্রাক দিয়ে দিন রাত অবৈধভাবে মাটি কেটে নিলেও প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছে না। অবৈধভাবে ও অপরিকল্পিতভাবে মাটি কাটার ফলে সুরেরপাড় গ্রাম ও ফসলি জমিসহ নদী ভাঙনের ঝুঁকি। তাদের সুবিধা মতো যত্রতত্র থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছে অবৈধ মাটি খেকো। এতে করে বাড়ছে চরম জনভোগান্তি। স্থানীয়রা জানান, বলিয়াদহ আমতলীর ব্রিজের নিচে সুরেরপাড় খাল থেকে মাটি কাটার নেতৃত্ব দিচ্ছেন দেলুয়ার হোসেন দেলু ভেকু মেশিন দিয়ে হরদমে মাটি কাটছেন। মাটির মাহিনদ্রা ট্রাকগুলো নতুন রাস্তা দিয়ে যাওয়া আসার কারণে দেখা দিচ্ছে বিভিন্ন স্থানে খানা-খন্দ, নতুন নতুন ফাটল। একই রুপ মাটিবাহী ট্রাক হবি বাড়ী পাশ দিয়ে হাফিজিয়া মাদ্রারাসা এলাকার এবং বটতলা বাজার রাস্তা দিয়ে চলাচল করার কারণে বড় বড় গর্ত হওয়ায় ধুলায় এই পথে চলা করা দুস্কর। ধুলায় অতিষ্ট হয়ে পড়েছে পাশে থাকা উচ্চ বিদ্যালয়,মসজিদ,মাদরাসা ও হাট বাজার,ঘরসহ এলাকাবাসী। স্থানীয় আরো বলেন, এলাকার মানুষের চলাচলের জন্য রাস্তাটি তৈরি করেছিলেন মাত্র কয়েক বছরের মধ্যে তা নষ্ট হয় মাটিবাহী ট্রাক চলাচল করে। অপরিকল্পিতভাবে মাটি কেটে নেয়ার কারণে সুরের পাড় গ্রামের প্রায় একশত ঘরবাড়ী ভাঙনের শঙ্কায় রয়েছে নদী তীরবর্তী বাসিন্দারা। এ ব্যাপারে ইসলামপুর সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ্জামান রুকন সঙ্গে মোটফোনে যোগাযোগ করা হলে ফোন রিসিফ করেন নাই।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com