মুজিব শতবর্ষ উপলক্ষে ২০২০-২০২১ অর্থবছরে দুই শতাংশ খাস জমি বন্দোবস্ত প্রদান পূর্বক ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য দুই কক্ষ বিশিষ্ট সেমি পাকা ৪৫ টি ঘরের নির্মাণ কাজ কালীগঞ্জ উপজেলায় চলমান। শনিবার উপজেলার বক্তারপুর ইউনিয়নের বক্তারপুর এলাকায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত ঘরের কাজের অগ্রগতি পরিদর্শন করেন কেন্দ্রীয় লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি। এ সময় তিনি মুজিববর্ষের উপহার আশ্রয়ন-২ প্রকল্পের কাজ দ্রুত শেষ করে উপকারভোগীদের মাঝে প্রদান করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিদের্শ দেন। জানা যায়, কালীগঞ্জ উপজেলার ভূমিহীন ও গৃহহীন ৪৫ টি পরিবার মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরূপ ঘর পাচ্ছেন। এদের মধ্যে উপজেলার তুমলিয়া ইউনিয়নের সোম বাজার এলাকায় ৯টি ঘর,বক্তারপুর ইউনিয়নের বক্তারপুর ও ব্রাক্ষণগাঁও এলাকায় ২৮টি ঘর এবং জাঙ্গালিয়া ইউনিয়নের পুনসহি এলাকায় ৮টি ঘরসহ মোট ৪৫ টি ঘর নির্মাণ করা হচ্ছে। ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য নির্মিত কাজের অগ্রগতি দেখতে শনিবার সকালে বক্তারপুর এলাকার বটতলা সংলগ্ন আশ্রয়ণ-২ প্রকল্পের ২০ টি ঘর ঘুরে ঘুরে দেখেন সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি। এই সময় তিনি বলেন, ক্ষুধামুক্ত-দারিদ্রমুক্ত সোনার বাংলা বিনির্মানে মুজিববর্ষে বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন মানুষের বাসস্থান নিশ্চিতকল্পে মুজিব শতবর্ষ উপলক্ষে দেশের সকল ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ প্রদান নীতিমালা -২০২০ প্রণয়ন করা হয়। এ উপজেলার ৪৫ টি পরিবার খুব শিগগিরই পাচ্ছেন সরকারের অর্থায়নে নির্মিত ঘর। আশ্রয়ন প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য হলো – ভূমিহীন, গৃহহীন,ছিন্ন অসহায় দরিদ্র জনগোষ্ঠীর পুনর্বাসন, ঋণ প্রদান ও প্রশিক্ষণের মাধ্যমে জীবিকা নির্বাহের সক্ষম করে তোলা। এছাড়া আয়বর্ধক কার্যক্রম সৃষ্টির মাধ্যমে দারিদ্র দূরীকরণ। এ সময় উপস্থিত ছিলেন- কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.শিবলী সাদিক, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এইচ এম আবু বকর চৌধুরী, পৌর মেয়র এস এম রবিন হোসেন, উপজেলা আ’লীগের অর্থবিষয়ক সম্পাদক মো. শরীফ হোসেন খান কনক, বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান আকন্দ ফারুক, ইউনিয়ন আ’ লীগের সভাপতি মো.রফিকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান পলাশসহ দলীয় অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।