বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের বিস্তার রোধ করতে ভারতে লকডাউনের মেয়াদ আরও দুই সপ্তাহ বাড়ানো হয়েছে। সরকারের বরাতে দেশটির গণমাধ্যম এনডিটিভি এমন খবর জানিয়েছে।
আগামী ৩ মে দেশটিতে লকডাউনের মেয়াদ শেষ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু নতুন ঘোষণার পর তা ৪ মে’র পর আরও দুই সপ্তাহ চলবে।
এছাড়া এ সময়ের মধ্যে বিভিন্ন তৎপরতা পরিচালনায় নতুন নির্দেশনাও দিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কী কী কার্যক্রম চালানো যাবে, আর কী যাবে না, তা বলে দেয়া হয়েছে।
করোনা সংক্রমণের ওপর ভিত্তি করে জেলাগুলোকে লাল, সবুজ ও কমলা অঞ্চলে ভাগ করে তার ভিত্তিতে এসব নির্দেশনা দেয়া হয়।
সরকার জানিয়েছে, যেসব জেলা সবুজ ও কমলা অঞ্চলে পড়বে, সেখানে লকডাউনে উল্লেখযোগ্য শিথিলতা থাকবে।
নতুন নির্দেশনার অধীন দেশজুড়ে সীমিত সংখ্যক তৎপরতা নিষিদ্ধ থাকবে। বিমান, রেল ও সড়কে আন্তঃরাজ্য চলাচলও নিষিদ্ধ থাকবে বলে জানানো হয়েছে।
বন্ধ থাকবে স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষা বা প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠান। সেই সঙ্গে রেস্তোরাঁ, হোটেলও বন্ধ থাকবে। বড় জমায়েতের স্থান যথা সিনেমা হল, মল, জিম ও ক্রীড়া সংস্থাগুলোও বন্ধ রাখা হবে।
এমআর