৩ দিনের ব্যবধানে দিনাজপুরের হিলি বন্দর বাজারে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে কেজিতে ১২ টাকা। হঠাৎ দাম বাড়ায় বিপাকে পড়েছেন খুচরা ব্যাবসায়ীরা, আবার অনেক ব্যবসায়ীরা দোকানে পেঁয়াজ রাখা বন্ধ করে দিয়েছেন। এদিকে দাম বৃদ্ধিতে নাভিশ্বাস সাধারণ ক্রেতাদের। বুধবার (২ জুন) সকালে হিলি পেঁয়াজ বাজার ঘুরে দেখা যায়, গত ৩ দিন আগে ভারতীয় পেঁয়াজের পাইকারী বাজার ছিলো কেজি প্রতি ৩২ থেকে ৩৩ টাকা। তা খুচরা বাজারে বিক্রি হয়েছিল ৩৫ টাকা কেজি দরে। আবার দেশি পেঁয়াজের পাইকারী দাম ছিলো ৪২ টাকা, খুচরা বিক্রি হয়েছে ৪৪ থেকে ৪৫ টাকা। আজ সেই ভারতীয় পেঁয়াজ পাইকারী হচ্ছে ৪৫ থেকে ৪৬ টাকা, খুচরা ব্যবসায়ীরা বিক্রি করছেন তা ৪৭ থেকে ৪৮ টাকা। এদিকে দেশি পেঁয়াজ আজ পাইকারী হচ্ছে ৫০ থেকে ৫২ টাকা কেজি দরে। তা ব্যবসায়ীরা খুচরা বিক্রি করছেন ৫৪ থেকে ৫৫ টাকা কেজি দরে। হিলি বাজারের সবজি ব্যবসায়ী চঞ্চল কুমার বলেন, ভারতের পেঁয়াজ ৪৫ টাকা পাইকারী কিনেছি, তা বিক্রি করছি ৪৬ টাকা কেজি দরে। দেশি পেঁয়াজ ৫২ টাকা ক্রয় করে তা ৫৫ টাকা দামে বিক্রি করছি। সবজি ব্যবসায়ী সোহেল মিয়া বলেন, পেঁয়াজ বিক্রি জন্য দোকানে আজ ১ কেজিও কিনিনি। কয়েক দিন ধরে পেঁয়াজের বাজার বেপরোয়া ভাবে চলছে। সকালে এক দাম আবার বিকেলে আরেক দাম। এভাবে পেঁয়াজ দোকানে রাখলে মানুষের সাথে বাকবিতন্ডা হচ্ছে। আবার ইউএনও বাজার মনিটরিং করতে আসলে জরিমানা করে। তাই বাজার স্বাভাবিক না হওয়া পর্যন্ত পেঁয়াজ তুলবো না। পেঁয়াজ কিনতে আসা লুৎফর রহমান বলেন, আজ পেঁয়াজের দাম উল্টাপাল্টা। গত ৪ দিন যে পেঁয়াজ কিনে ছিলাম ৩৫ টাকা, আজ সেই পেঁয়াজের দাম চাচ্ছে ৪৮ টাকা কেজি। এভাবে দাম বাড়াটা কি ঠিক? একজন রিকশা চালক গোলাম রাব্বানী বলেন, পরশু দিন হাফ কেজি পেঁয়াজ নিয়ে গেলাম সাড়ে ১৭ টাকা। আজ হাফ কেজি পেঁয়াজের দাম নিলো ২৪ টাকা। দুই এক দিনের মধ্যে এতো দাম বেড়ে গেলো? আমরা গরীব মানুষ, দিন দিন দাম বাড়লে চলবো কি করে? হিলি বাজারের পাইকারী পেঁয়াজ ব্যবসায়ী রাশেদুল ইসলাম বলেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ আছে, আবার দেশি পেঁয়াজও আমদানি কম হচ্ছে। যার কারণে পেঁয়াজের দাম বৃদ্ধি পাচ্ছে। হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানি কারক মনোয়ার চৌধুরী জানান, অনেক দিন যাবৎ ভারত থেকে পেঁয়াজের আমদানি বন্ধ রয়েছে। সরকার পেঁয়াজ আমদানির পারমিট দিচ্ছে না। সরকার যদি পেঁয়াজ আমদানির পারমিট দেয় তাহলে আমরা পেঁয়াজ আমদানি করবো। তখন আবার পেঁয়াজের বাজার আগের মতো ২০ থেকে ২৫ টাকা কেজিতে আসবে।