রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৬:২৫ পূর্বাহ্ন

নিষেধাজ্ঞা শেষে ক্রিকেট মাঠে ফিরলেন শাহাদাত হোসেন

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ৬ জুন, ২০২১

পাঁচ বছরের নিষেধাজ্ঞা থাকলেও ১৮ মাসের মাথায় আবারো প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন বাংলাদেশী ডানহাতি পেসার শাহাদাত হোসেন। গত শনিবার পার্টেক্স স্পোটিং ক্লাবের হয়ে ২ ওভার বল করলেও কোনো উইকেট নিতে পারেননি এই পেসার। ২০১৯ সালে খুলনায় জাতীয় ক্রিকেট লীগ চলাকালে সতীর্থকে চড় মারার অভিযোগে ৫ বছরের জন্য নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল তাকে। এছাড়াও জরিমানা করা হয় ১ লাখ টাকা।
চলতি বছরের মার্চে মা এবং পরিবারকে সহযোগিতার জন্য সাজা কমিয়ে ঘরোয়া ক্রিকেট খেলার অনুমতি চেয়ে আবেদন করেন শাহাদাত। তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেছেন, পেসার শাহাদাত হোসেনের শাস্তির মেয়াদ কমানোর বিষয়টি বিবেচনা করছে বোর্ড। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আমরা বোর্ডের অন্যান্য পরিচালকদের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করেছি এবং প্রত্যেকেই নিষেধাজ্ঞার মেয়াদ কমানোর বিষয়ে ইতিবাচক। আমরা তার নিষেধাজ্ঞা কমানোর সিদ্ধান্ত নিয়েছি যাতে সে ঘরোয়া ক্রিকেট লিগে অংশ নিতে পারে এবং তার মায়ের চিকিৎসা করাতে পারে।’ শাহাদাত বাংলাদেশের হয়ে ৩৮ টেস্ট, ৫১ ওয়ানডে এবং ৬টি টি২০ ম্যাচে অংশগ্রহণ করেছেন। টেস্টে চারবার ৫ উইকেটসহ সর্বমোট ৭২ উইকেট নিয়েছেন তিনি। এছাড়াও ওয়ানডেতে তার শিকার ৪৭ উইকেট।
৩৪ বছর বয়সী এই ডানহাতি পেসার ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com