মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম ::
বিএনপি রাষ্ট্র ক্ষমতা পেলে মানুষের কল্যাণে কাজ করবে-মাফরুজা সুলতানা সুইজারল্যান্ডে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস হাফেজা আসমা খাতুনের ইন্তেকালে বাংলাদেশ কালচারাল একাডেমির শোক দেশের মেধাবী ও আদর্শবান লোকদেরকে দলে আনার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন: তারেক রহমান গোদাগাড়ীতে টমেটো চাষে ‘নীরব বিপ্লব’ ট্রাম্পের কাছে বাস্তববাদী পদক্ষেপ আশা করছে ইরান ভূমি উপদেষ্টা হলেন আলী ইমাম মজুমদার দিন-তারিখ ঠিক করে সংস্কার করা অন্তর্র্বতী সরকারের কাজ নয়:খন্দকার মোশাররফ রাজনীতিতে স্লোগান নয়, মেধা ও বুদ্ধির প্রতিযোগিতা চলছে: ফখরুল বুকে ব্যথা নিয়ে হাসপাতালে লুৎফুজ্জামান বাবর

পাবনা এডওয়ার্ড কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির মামলা হওয়ায় অপসারণ চেয়ে শির্ক্ষার্থীদের প্রতিবাদ মিছিল

মোবারক বিশ্বাস পাবনা :
  • আপডেট সময় বুধবার, ৯ জুন, ২০২১

পাবনা এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ ড. হুমায়ুন কবির মজুমদারের বিরুদ্ধে দুর্নীতির মামলা হওয়ায় তার অপসারন চেয়ে কলেজের সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। গতকাল মিছিলটি কলেজ ক্যাম্পাস প্রদক্ষিন করে প্রশাসনিক ভবনের সামনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। প্রতিবাদ সমাবেশে সাধারণ শিক্ষার্থীরা কলেজের টাকা আত্মসাতের জন্য দুদকে মামলা হওয়ায় দুর্নীতিবাজ অধ্যক্ষের অপসারন দাবি করেন। সেই সাথে দুর্নীতিবাজ অধ্যক্ষের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, মোঃ মাহিয়ান সায়েশ স¤্রাট, সাইদুজ্জামান সজীব, সাদ্দাম ও হৃদয়। সামাবেশে বক্তারা বলেন, শতবর্ষের ঐতিহ্যাবাহী এই সরকারি এডওয়ার্ড কলেজের সুনাম সারা বাংলাদেশে রয়েছে। এই কলেজের অনেক শিক্ষার্থী ও রাজনৈতিক ব্যক্তিবর্গ সরকারের গুরুত্বপূর্ন দায়িত্ব পালন করছে। এই প্রতিষ্ঠানের অভিভাবক কলেজের বিভিন্ন তহবিলের অর্থ আত্মসাত করে আজ কলেজের সম্মান ধুলায় মিশিয়ে দিয়েছেন। তাই অধ্যক্ষের আর এই পদে থাকার অধিকার নেই। উল্লেখ্য কলেজের অগ্রনী ব্যাংকের হিসাব নম্বর থেকে বিভিন্ন সময় অধ্যক্ষ ৫৬লাখ ৮ হাজার ৯শ ৭৬টাকা উত্তোলন করেন। বিষয়টি পাবনা দুদক কার্যালয় তদন্ত করে সত্যতাপায়। দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ে উপ-সহকারী পরিচালক মোঃ হাফিজুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলা নং ০৪,তাং-০৭-০৬-২০২১ইং।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com