পাবনা এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ ড. হুমায়ুন কবির মজুমদারের বিরুদ্ধে দুর্নীতির মামলা হওয়ায় তার অপসারন চেয়ে কলেজের সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। গতকাল মিছিলটি কলেজ ক্যাম্পাস প্রদক্ষিন করে প্রশাসনিক ভবনের সামনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। প্রতিবাদ সমাবেশে সাধারণ শিক্ষার্থীরা কলেজের টাকা আত্মসাতের জন্য দুদকে মামলা হওয়ায় দুর্নীতিবাজ অধ্যক্ষের অপসারন দাবি করেন। সেই সাথে দুর্নীতিবাজ অধ্যক্ষের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, মোঃ মাহিয়ান সায়েশ স¤্রাট, সাইদুজ্জামান সজীব, সাদ্দাম ও হৃদয়। সামাবেশে বক্তারা বলেন, শতবর্ষের ঐতিহ্যাবাহী এই সরকারি এডওয়ার্ড কলেজের সুনাম সারা বাংলাদেশে রয়েছে। এই কলেজের অনেক শিক্ষার্থী ও রাজনৈতিক ব্যক্তিবর্গ সরকারের গুরুত্বপূর্ন দায়িত্ব পালন করছে। এই প্রতিষ্ঠানের অভিভাবক কলেজের বিভিন্ন তহবিলের অর্থ আত্মসাত করে আজ কলেজের সম্মান ধুলায় মিশিয়ে দিয়েছেন। তাই অধ্যক্ষের আর এই পদে থাকার অধিকার নেই। উল্লেখ্য কলেজের অগ্রনী ব্যাংকের হিসাব নম্বর থেকে বিভিন্ন সময় অধ্যক্ষ ৫৬লাখ ৮ হাজার ৯শ ৭৬টাকা উত্তোলন করেন। বিষয়টি পাবনা দুদক কার্যালয় তদন্ত করে সত্যতাপায়। দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ে উপ-সহকারী পরিচালক মোঃ হাফিজুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলা নং ০৪,তাং-০৭-০৬-২০২১ইং।