রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:৫৬ পূর্বাহ্ন

চিতলমারীতে দৈনিক খবরপত্র পত্রিকায় সংবাদ প্রকাশ, ঘেরের পাড় পুনঃ নির্মাণ

একরামুল হক মুন্সী চিতলমারী (বাগেরহাট) :
  • আপডেট সময় বুধবার, ৯ জুন, ২০২১

বাগেরহাটের চিতলমারীতে অসহায় এক কৃষকের চিংড়িঘেরের পাড় কেটে দখলে নেওয়ার প্রতিবাদে গত ৫ জুন দৈনিক খবরপত্র পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। পরে চিতলমারী থানার ওসি এ এইস এম কামরুজ্জামানের কঠোর হস্তক্ষেপে পাড়টি পুনরায় নির্মন করা হয়। প্রশাসনের এমন পদক্ষের জন্য ক্ষতিগ্রস্ত ওই কৃষক ও এলাকাবাসি ওসি এ এইস এম কামরুজ্জামান ও সংশ্লিষ্ঠ মিডিয়ার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। উপজেলার সদর ইউনিয়নের সাবোখালী গ্রামের প্রান্তিক কৃষক প্রকাশ মজুমদার ও তারস্ত্রী শান্তি লতা মজুমদার আবেগ জড়িত কন্ঠে জানান, শুক্রবার তাদের একমাত্র চিংড়িঘেরটি প্রতিবেশি ধীরেন্দ্র নাথ ঢালী, বিরেন্দ্র নাথ ঢালী লোকজন নিয়ে জোরপূর্বক দখল নিতে আসে। এ সময় তারা ঘেরের একটি পাড় কেটে দেয়। এ ব্যাপারে থানায় অভিযোগ সহ সাংবাদিকদের জানানো হলে চিতলমারী থানার ওসি এ এইস এম কামরুজ্জামানের সহযোগিতায় মঙ্গলবার(৮জুন) দখলদারদের কবল থেকে মাছের ঘেরটি উদ্ধার হয়। চিতলমারী থানার ওসি এ এইস এম কামরুজ্জামান জানান, প্রকাশ মজুমদারের ঘেরের পার কেটে প্রতিপক্ষের দখল নেওয়ার বিষয়টি জানতে পেরে ওই কৃষক যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য তার ঘেরের পাড় বাধ দেয়ার জন্য বলা হয়েছে। এখন দুই পক্ষকে ডেকে শান্তিপূর্ণ একটা সমাধান দেওয়ার চেষ্টা করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com