সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৩:৩৮ পূর্বাহ্ন

টিকা নিয়ে সরকারি আশ্বাসে বিশ্বাস নেই মানুষের : জি এম কাদের এমপি

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় শুক্রবার, ১১ জুন, ২০২১

করোনার টিকা নিয়ে সরকারি আশ্বাসে সাধারণ মানুষের বিশ্বাস নেই বলে মনে করেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি। তিনি বলেছেন, আন্তর্জাতিক টিকা কূটনীতিতে সাফল্য পাচ্ছে না বাংলাদেশ। সরকারের পক্ষ থেকে প্রতিদিন টিকা পাওয়ার ব্যাপারে আশার বাণী শোনানো হচ্ছে। কিন্তু দৃশ্যমান কোনো সাফল্য নেই। এর মধ্যে পররাষ্ট্রমন্ত্রী নিজেই বৃহস্পতিবার বলেছেন যে অনেক দেশ আমাদের টিকা দিতে সম্মত হয়েছে। কিন্তু কবে দেবে তা কেউ বলতে পারছে না। তাই টিকা নিয়ে সরকারি আশ্বাসে বিশ্বাস হারিয়ে ফেলেছেন সাধারণ মানুষ।
গতকাল শুক্রবার এক বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান এ কথা বলেন। জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি-২ খন্দকার দেলোয়ার জালালী সাক্ষরিত বিবৃতিতে গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, সাধারণ মানুষের অভিযোগ, ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে টিকা আমদানির কারণেই টিকা পাওয়ার বিকল্প উৎস রাখা হয়নি। এতে একটি কোম্পানি টিকা আমদানি করে বেশ কয়েক কোটি টাকা আয় করেছে বলে জানা গেছে। কিন্তু চুক্তি অনুযায়ী টিকা পাওয়া যায়নি। আবার বিকল্প কোনো উৎস না থাকায় টিকা প্রয়োগের স্বাভাবিক কার্যক্রম অনিশ্চয়তার মুখে পড়েছে। জাপা চেয়ারম্যান বলেন, এরই মাঝে যারা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছেন এমন প্রায় ১৫ লাখ মানুষ আদৌ দ্বিতীয় ডোজ টিকা পাবে কি না তা এখনো স্পষ্ট নয়। সরকারের অদূরদর্শী সিদ্ধান্তের কারণে দেশের কোটি কোটি মানুষের টিকা পাওয়ার সম্ভাবনা আটকে আছে বলেও মন্তব্য করেন জাপা চেয়ারম্যান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com