সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম ::
তোফায়েল আহমেদ বিনা ভোটে এমপি হয়ে পারিবারিক ভাবে লুঠপাট করেছে-হাফিজ ইব্রাহিম শ্রেষ্ঠ গাইড হিসেবে পুরস্কার পেলেন মাইলস্টোন কলেজের ছাত্রী মেহজাদ আকবর এসবিএসি ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান নির্বাচিত দৌলতখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালিত পুঁইশাক চাষে সফল সুফিয়া, আগ্রহী হচ্ছে অন্য কৃষকরাও অতিরিক্ত টোল আদায় করলেই ইজারা বাতিল-ভোলায় উপদেষ্টা সাখাওয়াত কৃতি ফিরোজীকে বাঁচাতে সাভারে চ্যারিটি কনসার্ট আওয়ামী লীগের সাথে দ্বন্দ্ব নাই, যারা অন্যায় করেছে তাদের বিচার চাই-আব্দুল আউয়াল মিন্টু জলঢাকায় গণঅধিকার পরিষদের গণসমাবেশ সোনারগাঁওয়ে মাসব্যাপি লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসব শুরু

গলাচিপায় ৪টি ইউপি নির্বাচনে প্রার্থীদের নিয়ে বিশেষ আইন শৃঙ্খলা সভা

খালিদ হোসেন মিলটন গলাচিপা (পটুয়াখালী) :
  • আপডেট সময় সোমবার, ১৪ জুন, ২০২১

আসন্ন আগামী ২১ জুন/২১ উপলক্ষ্যে গলাচিপা উপজেলার ৪টি ইউপি নির্বাচন অবাধ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ ভোট গ্রহণ এবং নির্বাচনী আচরণ বিধি পালনের লক্ষে গতকাল সোমবার ইউএনও অফিস দরবার হলে চেয়ারম্যান প্রার্থী, ইউপি সদস্য এবং সরক্ষিত মহিলা ইউপি সদস্যদের নিয়ে এক বিশেষ জরুরী আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিষ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা থানার অফিসার ইনচার্জ এ.আর. এম শওকত আনোয়ার, আ’লীগ সভাপতি ও প্রাক্তন অধ্যাপক বাবু সন্তোষ কুমার দে, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান গোলাম মোস্তফা টিটো, নির্বাচনের রিটার্নিং অফিসার ও পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মাহবুব হাসান শিবলী। সভায় প্রার্থীরা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে দলীয় প্রভাব মুক্ত থেকে নির্বাচন সুষ্ঠু হওয়ার লক্ষে বিভিন্ন প্রস্তাব দেওয়া হয়। সভায় সভাপতি উপজেলা নির্বাহী অফিসার বলেন, আসন্ন ইউপি নির্বাচনে কোন প্রার্থী কোন দলের বা ধর্ম, বর্ণেরতা বিবেচ্য নহে, নির্বাচন কমিশনের যে বিধিমালা এবং নির্বাচনের দিন আইন-শৃঙ্খলা কঠোরভাবে দেখা হবে বলে তিনি জানান। গলাচিপা থানার অফিসার ইনচার্জ জানান, কোন সন্ত্রাসী বা প্রভাবশালী কেউ নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন বা সন্ত্রাসবাদ, ক্ষমতা প্রয়োগ করে সেক্ষেত্রে তা কঠোরহস্তে দমন করা হবে। সভায় আ’লীগ সভাপতি বলেন, নির্বাচনে দলীয় ভাবে প্রার্থীদের মনোনয়ন দেওয়া হয়েছে। কিন্তু নির্বাচনের সুষ্ঠুতা বজায় রাখার লক্ষে নির্বাচনের পূর্বে বা পরে কেউ আইন অমান্য করলে তার দায়ভার দল বহন করবে না। যারা শেখ হাসিনাকে বিশ^াস করে এবং উন্নয়ন চায় তারা সকলেই সরকারের আইন মেনে চলবে। সভায় আ’লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো বলেন, দলের কোন নেতা কর্মী অন্যায় বা সন্ত্রাস করলে তার পক্ষে কোন দলীয় সাফাই করা হবে না এবং দলের ও সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন বা আইনকে কেউ হাতে নিয়ে নির্বাচনে জয়ী হতে চায় সেক্ষেত্রে তিনি প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানান। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গলাচিপা প্রেসক্লাবের সভাপতি খালিদ হোসেন মিলটন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com