বুধবার সকালে কুমিল্লা জেলা তথ্য অফিসের উদ্যোগে এবং বুড়িচং উপজেলা প্রশাসনের সহযোগিতায়, সাংবাদিক, শিক্ষক, ইমাম জন প্রতিনিধিদের অংশ গ্রহণে শিশু ও নারী উন্বয়নে সচেতনতা মূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে। অনুষ্ঠিত কর্মশালায় আলোচ্য বিষয় সমূহ হল জিওবি খ্যাতের অধীন স্যানিটেশন, পরিবেশ, জন্ম নিবন্ধন, মা ও শিশু স্বাস্থ্য পরিচর্যা, নিরাপদ মাতৃত্ব, বাল্য বিবাহ ও করোনা ভাইরাস প্রতিরোধ বিষয়ে ওরিয়েন্টেশন কর্মশালায় ব্যাপক আলোচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা চেয়ারম্যান মোঃ আখলাক হায়দার। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ সাবিনা ইয়াসমিন এবং পরিচালনা করেন জেলা তথ্য অফিসের ঘোষক মোঃ আব্দুল করিম। অনুষ্ঠানে সার্বিক বিষয় নিয়ে স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা জেলা সিনিয়র তথ্য অফিসার মোঃ নুরুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মোঃ মীর হোসেন মিঠু। অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবদুল মান্নান, উপজেলা শিক্ষা কর্মকর্তা রৌশন আরা বেগম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা মোঃ মেহেদী হাসান ভূইয়া, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোকসানা খানম মুন্নী, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ গোলাম আজম। ওরিয়েন্টেশনে অংশ গ্রহণ করেন রাজা পুর ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা, প্রধান শিক্ষক যথাক্রমে মোঃ জামশেদুল আলম ভূইয়া, মোঃ আজহারুল ইসলাম ভূইয়া, মোঃ আব্দুর রশিদ, অমর কৃষ্ণ পাল, আব্দুল কাইয়ূম খান, মোঃ মোছেল উদ্দিন, অধ্যক্ষ কাজী আবুল বাশার, মাওলানা মোঃ আমির হোসেন, মাওলানা মোঃ আবুল হাসেম, সহকারী শিক্ষক মোঃ জামাল হোসেন, হাসিনা আক্তার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিষ্ণু কুমার ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক মাইকেল মধুসূদন দত্ত (বিশ্বাস), ইউপি সদস্য সালমা আলম, ইয়াসমিন আক্তার ও রিংকু আক্তার প্রমুখ।