গজারিয়ায় বিদায়ী জেলা প্রশাসক মোঃমনিরুজ্জামান তালুকদার এর বিদায় সংবর্ধনা দিয়েছে গজারিয়া উপজেলা প্রশাসন। সোমবার সকাল-১১ঘটিকায় উপজেলা অডিটোরিয়াম হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিয়াউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাঃসম্পাদক আমিরুল ইসলাম, গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রইছ উদ্দীন, ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকী, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আখিঁ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা ইয়াছমিন সুলতানা, ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মোঃ কামাল উদ্দীন, গজারিয়া তদন্ত কেন্দ্রের ওসি মোঃমোজাম্মেল হক, গজারিয়া প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আরফিন। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ আবু তালেব ভূঁইয়া, মুনসুর আহমেদ খাঁন জিন্নাহ, আবু খায়ের মোহাম্মদ আলী খোকন, মনিরুল হক মিঠু, মিজানুর রহমান প্রধান, সালাউদ্দিন মাষ্টার, ইঞ্জিঃ সাঈদ মোহাম্মদ লিটন, শহিদুজ্জামান জুয়েলসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ।