বসতবাড়ির ডাকাতির ১ দিন পর চকরিয়ায় বরইতলীর লাল মিয়ার দোকান এলাকা থেকে যৌথ অভিযানে নুরুল হাশেম ওরফে কাশেম ডাকাতকে গ্রেফতার করেছে লোহাগাড়া থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ডাকাতিকালে ব্যবহৃত এলজি-১ শটগান, ১৩ রাউন্ড গুলি, ৩টি মোবাইল সেট ও নগদ সাড়ে ৪ হাজার টাকা উদ্ধার করেছে বলে প্রেস ব্রিফিংয়ে জানান লোহাগাড়া থানা অফিসার ইন-চার্জ জাকের হোসাইন মাহমুদ। ধুর্ত ডাকাত বান্দরবান নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী এলাকার মৃত শফিকুর রহমানের পুত্র। সূত্র মতে, গত ২০ জুন রবিবার দিবাগত রাত উপজেলার পশ্চিম কলাউজান প্রবাসী আবদুশ শুক্কুর এর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। পরদিন বাড়ির মালিক অজ্ঞাত ১০/১২ জনের বিরুদ্ধে লোহাগাড়া থানায় মামলা দায়েরের প্রেক্ষিতে সাড়াশি অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার, সাতকানিয়া সার্কেল জাকারিয়া রহমান জিকুর নির্দেশনায় লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদের নেতৃত্বে এসআই পার্থ সারথী হাওলাদার, এসআই ভক্ত দত্ত ও এএসআই শিপক চন্দ্র দাশ ও সঙ্গীয় পুলিশ ফোর্স, হারবাং পুলিশ ফাঁড়ির সমন্বয়ে এ ডাকাতকে আটক করতে সক্ষম হন এবং তাকে লোহাগাড়া থানা হেফাজতে নিয়ে আসা হয়। লোহাগাড়া থানার ওসি জানান, সে সংঘটিত ডাকাতির বিষয়ে প্রাথমিকভাবে স্বীকার করেছে। তার বিরুদ্ধে ডাকাতি আইনে মামলা রুজু করে কোর্টে প্রেরণ করা হবে। তথ্যানুসন্ধান মতে, প্রতি বছর কোরবানের আগে গরু চোরের উপদ্রব ঘটে। এসময় বর্ষার মৌসুমে চোর ডাকাতের কবলে পড়ছে এলাকাবাসী। চোর-ডাকাত ঠেকাতে বাড়তি টেনশন নিয়ে রাতজেগে পাহারা দিচ্ছে গরুর মালিক ও শ্রমিকরা। ভেজাবৃষ্টিতে রাতে পাহারা নিয়ে হিমশিম খাচ্ছে জনসাধারণ। বিশিষ্ট মানবাধিকার কর্মী, বাংলাদেশ মানবাধিকার কমিশনের চট্টগ্রাম দক্ষিণ আঞ্চলিক কমিটির সভাপতি প্রফেসর ড. হুসামুদ্দীন বলেন প্রশাসনের সমন্বয়ে সামাজিক টীম গঠন করে এ অপরাধ প্রবণতা প্রতিরোধ করতে না পারলে আইন-শৃঙ্খলার ও সমাজের অবক্ষয় ঠেকানো কঠিন হয়ে যাবে। এ বিষয়ে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ বলেন, পুলিশ টিম জোরদার করা হয়েছে। অপরাধীদের কোনমতে ছাড় দেওয়া হবে না।