নীলফামারী পৌরসভায় একটানা ৩৩বছর বাজেট দেয়ায় মেয়র দেওয়ান কামাল আহমেদকে সংবর্ধণা দিয়েছে পৌরসভার কর্মকর্তা কর্মচারীগণ। বুধবার দুপুরে(৩০জুন) পৌরসভা প্রাঙ্গণে প্যানেল মেয়র ঈসা আলীর সভাপতিত্বে এই সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন সচিব মশিউর রহমান, সহকারী প্রকৌশলী হামিদুর রহমান, কাউন্সিলর বাদশা আলমগীর, হিসাব রক্ষক এবিএম গোলাম মোস্তফা, নগর সমন্বয় কমিটির সদস্য সাংবাদিক নুর আলম, ড্রাগিষ্ট এ্যান্ড কেমিষ্ট সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান সবুজ, পৌরসভার কার্য সহকারী আহসানুজ্জামান, কনজারভেন্সি সুপারভাইজার আব্বাস আলী, কর আদায়কারী নুরুজ্জামান বাবু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন টিকাদান সুপারভাইজার ফরিদ আহমেদ। এতে পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা কর্মচারী ও জেলা রিকসা শ্রমিক ইউনিয়নের পক্ষ্য থেকে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয় মেয়র দেওয়ান কামাল আহমেদকে। সংবর্ধিত মেয়র দেওয়ান কামাল আহমেদ বলেন, এলাকার মানুষের ভালোবাসা ও আস্থা নিয়ে আমি ৩৩বছর ধরে এই পৌরসভার বাজেট প্রণয়ন এবং বাস্তবায়ন করছি। ১৯৮৯ সালে প্রথম যখন নির্বাচিত তখনকার চিত্র আর ৩৩বছর পর এখনকার চিত্র একেবারে পাল্টে গেছে। পৌরবাসীকে সাথে নিয়ে সকল পরিকল্পনা বাস্তবায়নে আমার সাথে কাজ করেছেন কাউন্সিলর, কর্মকর্তা কর্মচারীরা। এজন্য তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। সকলকে নিয়ে আমি নীলফামারী পৌরসভাকে একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই যা আগামীর জন্য হয়ে থাকবে একটি দৃষ্টান্ত।