বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০২:৪৯ অপরাহ্ন

আট বিভাগের বিভিন্ন স্থানে দমকা হাওয়া সহ বজ্রবৃষ্টির সম্ভাবনা

বাসস:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১

দেশের আট বিভাগের বিভিন্ন স্থানে অস্থায়ী দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষের বাড়তি অংশ উত্তর প্রদেশ, বিহার, হিমালয়ের পাদদেশীয়, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে। আগামী তিনদিনে বৃষ্টিপাত কমতে পারে। গত ২৪ ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা যশোরে ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ভোলা ও ঈশ্বরদীতে ২৩ ডিগ্রি সেলসিয়াস। এই সময়ে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে, চট্টগ্রামে ২১৬ মিলিমিটার, কুমিল্লায় ১৮৬ মিলিমিটার, সীতাকুন্ডে ১৩২ মিলিমিটার, ফেনীতে ১২০ মিলিমিটার, কুতুবদিয়ায় ১০৪ মিলিমিটার, টেকনাফে ৯৪ মিলিমিটার এবং পটুয়াখালীতে ৯৮ মিলিমিটার।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com