রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:১০ পূর্বাহ্ন

এই সপ্তাহেই বাজারে আসছে করোনার ওষুধ রেমডেসিভির

অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ মে, ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত রোগীর চিকিৎসায় চলতি সপ্তাহেই ‘রেমডেসিভির’ বাজারে আসতে যাচ্ছে বলে জানিয়েছেন গিলিয়ার্ড সায়েন্সেসের প্রধান নির্বাহী ডেন ও’ডে।

রোববার (৪ মে) রেমডেসিভির প্রস্তুতকারক কোম্পানির প্রধান নির্বাহী ডেন ও’ডে এ ঘোষণা দিয়ে বলেন, করোনা আক্রান্ত রোগীর জরুরি চিকিৎসায় আমরা চলতি সপ্তাহের প্রথম দিকেই ১৫ লাখ রেমডেসিভির বাজারে নিয়ে আসতে যাচ্ছি।

আমরা এ ওষুধ সরকারকে দেব, এরপর প্রয়োজনের ভিত্তিতে দেশের যেখানে প্রয়োজন সেখানে বিতরণ করা হবে।

ওডে বলেন, সরকার নির্ধারণ করবে, যে কোন শহরগুলো সবচেয়ে ঝুঁকিপূর্ণ এবং কোথায় রোগীদের ওষুধের প্রয়োজন রয়েছে।

এর আগে ১ মে করোনা চিকিৎসায় রেমডেসিভিরের অনুমোদন দেয় যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)। আক্রান্ত রোগী যারা হাসপাতালে চিকিৎসা নেবেন তাদের জন্য এই ওষুধটি ব্যবহার করা হবে বলে জানানো হয়।

এমআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com