শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
জব্দ ব্যাংক অ্যাকাউন্ট খুলতে সাবেক ভূমিমন্ত্রীর রিট আরেক হত্যা মামলায় সাবেক বিচারপতি মানিককে গ্রেফতার দেখানো হয়েছে মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান উৎপাদনে ফিরলো কর্ণফুলী পেপার মিল ২০৫০ সালের মধ্যে ৪ কোটি মানুষের মৃত্যু হবে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী সংক্রমণে দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন শেখ হাসিনা, দলবল নিয়ে ঘুরছেন পার্কে পিআইবির নতুন ডিজি ফারুক ওয়াসিফ, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি এম আবদুল্লাহ ষড়যন্ত্রের ফাঁদে পোশাক শিল্প আইন আপনার হাতে তুলে নেয়ার কারো কোনো অধিকার নেই :স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীকে ক্ষমতা দেয়ার বিষয়টি পুনর্বিবেচনা করতে বললেন মির্জা ফখরুল

“সবার সহযোগিতায় এগিয়ে নিতে চাই নীলফামারীকে”-ইউএনও জেসমিন নাহার

নূর আলম নীলফামারী :
  • আপডেট সময় শনিবার, ৩ জুলাই, ২০২১

নীলফামারী সদর উপজেলা পরিষদে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) হিসেবে যোগদান করেছেন জেসমিন নাহার। বৃহস্পতিবার বিকেলে(০১জুলাই) বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) এলিনা আকতারের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। দায়িত্ব নেয়ার পর আগামীকাল রবিবার থেকে দাফতরিক কাজ শুরু করবেন জেসমিন নাহার। নারী ইউএনও হিসেবে নীলফামারী সদরে জেসমিন নাহার দ্বিতীয় প্রশাসনিক কর্মকর্তা। নীলফামারী সদরে যোগদান করা জেসমিন নাহার ৩৩তম বিসিএস-এ প্রশাসন ক্যাডারে চাকুরীতে প্রবেশ করেন। প্রথম কর্মস্থল হিসেবে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন তিনি। এরপর ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়, রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয় এবং সহকারী কমিশনার(ভুমি) হিসেবে রংপুর জেলার কাউনিয়া উপজেলায় দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে দায়িত্ব পালন করেন। ২০০৪ সালে দিনাজপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ২০০৬সালে দিনাজপুর মহিলা কলেজ থেকে এইচএসসি এবং হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ২০১১সালে অনার্স ও একই বিশ্ববিদ্যালয় থেকে ২০১২ সালে মাস্টার্স সম্পন্ন করেন জেসমিন নাহার। আলাপকালে ইউএনও জেসমিন নাহার বলেন, এখন আমার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ করোনা মোকাবেলা করা। কারণ করোনা প্রাদুর্ভাব চলছে। ইউএনও হিসেবে এটি আমার প্রথম কর্মস্থল। নীলফামারী সদরের সব শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে এলাকার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতিটি কাজ সফল ভাবে বাস্তবায়ন করে উন্নয়ন কার্যক্রমকে তরান্বিত করতে চাই। যাতে মানুষ সুফল ভোগ করেন দ্রুত। তিনি বলেন, আমার দরজা সবার জন্য উন্মুক্ত। দ্রুত যাতে সেবা দেয়া যায় সেটিতে আমি সার্বক্ষণিক চেষ্টা করবো। তিনি বলেন, যৌতুক প্রথা রোধ, নারী নির্যাতন বন্ধ, বাল্য বিবাহ রোধ, নারী শিক্ষার অগ্রসর এবং পর্যটন খাতকে এগিয়ে নিতে আমি কাজ করবো।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com