মেয়েরা নিজেদের জীবনসঙ্গী হিসেবে কেমন বর বেছে নেন? এমন প্রশ্নে অধিকাংশ মেয়েই বলবে তাকে রান্নাবান্না থেকে শুরু করে বাজার করা, কাপড় ধোয়া, বাচ্চাদের দেখাশোনা, ঘরের অন্যান্য সব কাজে সহায়তা, এমনকি সকালে অফিসে নামিয়ে দিয়ে আসা এসবে সমান দায়িত্ব পালন করার মানসিক অবস্থা তার মধ্যে থাকতে হবে। আর এমন ছেলেই মেয়েদের বেশি পছন্দ বর হিসেবে।
ভারত ম্যাট্রিমনি নামে এক বিয়ে-সংক্রান্ত সংস্থার ম্যাচমেকিং জরিপে এমন তথ্যই উঠে এসেছে। কেমন ধরনের পুরুষকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেবেন তারা এমন প্রশ্নের উত্তরে,অধিকাংশ নারীই সব ক্ষেত্রে সমান দায়িত্ব পালনের মানসিকতার পুরুষদের পছন্দের তালিকায় রেখেছেন। গত শনিবার ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, ভারত ম্যাট্রিমনি ১১ হাজার ৬৮২ জন নারী ও পুরুষের ওপর এই জরিপটি চালিয়েছে। জরিপ প্রতিবেদনে বলা হয়, অংশগ্রহণকারীদের প্রশ্ন করা হয়েছিল সঙ্গী বা সঙ্গিনী নির্বাচনের ক্ষেত্রে কোন বিষয়গুলো তারা আপস করবেন? এক্ষেত্রে ৫৬ শতাংশ পুরুষ বলেছেন, সঙ্গিনী যদি নিজে খুব ভালো আয় করেন, তাহলে তারা অনেক ক্ষেত্রেই আপস করতে রাজি আছেন। আর ৫৫ শতাংশ নারী বলেছেন, সঙ্গী যদি ভালো মনের হন, তাহলে তার অল্প বেতন পাওয়ার ব্যাপারটাকে ছাড় দেবেন।
কোন ক্ষেত্রে আপস করবেন না তারা এমন প্রশ্নের জবাবে ৬৫ শতাংশ পুরুষ বলেছেন, বিয়ের পর স্ত্রীর মা-বাবার সঙ্গে এক বাড়িতে থাকার ক্ষেত্রে তারা কোনোভাবেই আপস করতে রাজি নন। অন্যদিকে অধিকাংশ নারী বলছেন, বিয়ের পর নিজের ক্যারিয়ার ও স্বাধীনতার ক্ষেত্রে সঙ্গীর সঙ্গে আপস করার প্রশ্নই ওঠে না।
সঙ্গী বা সঙ্গিনীর জন্য আপনি কী করতে মানসিকভাবে প্রস্তুত এমন প্রশ্নের উত্তরে, নারী ও পুরুষ উভয়ই বলেছেন, তাদের চাহিদা অনুযায়ী তারা নমনীয় থাকার চেষ্টা করবেন। এ বিষয়ে ৬৫ শতাংশ নারী বলেছেন, স্বামী যদি প্রতিদিন সকালে তাকে অফিসে পৌঁছে দিয়ে নাও আসেন, তাতে তেমন আপত্তি নেই। কিন্তু ঘর-গৃহস্থালির কাজের ব্যাপারে স্বামীর দায়িত্বহীনতা কোনোভাবেই তারা মেনে নেবেন না। প্রতিবেদনে আরো বলা হয়, অংশগ্রহণকারীদের মধ্যে প্রায় ৮৫ শতাংশই আশা করেন, তাদের সঙ্গী বা সঙ্গিনী সব ব্যাপারে খোলামেলা আলোচনা করবেন। অন্যদিকে ৭৫ শতাংশ নারী বলেছেন, স্ত্রীর বাবা-মাকে সম্মান করার মানসিক অবস্থা থাকাটা হবু বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এইদিকে ৬৫ শতাংশ পুরুষের প্রত্যাশা তার হবু বউয়ের কাছে। স্বামীর বাবা-মাকে যত্ন করার ব্যাপারে হবু স্ত্রীর মানসিক প্রস্ততি রাখতে হবে।