ইউসুফ আবদুল্লাহ হারুন এমপি’র নির্দেশনায় মালয়েশিয়া প্রবাসী মোঃ মনজুর হাসানের অর্থায়নে অসহায় শতাধিক মানুষের মাঝে চাউল ডাল আলু ও পেয়াজ বিতরণ করা হয়েছে। করোনার থাবায় থমকে গেছে সমগ্র বিশ্ব চলতি লকডাউনে কর্মহীন হয়ে পরেছে বিভিন্ন শ্রেনিপেশার মানুষ। যার ফলে খেঁটে খাওয়া পরিবার গুলোতে দেখা দিয়েছে খাদ্য সংকট। তাদের কথা চিন্তা করে হীরারকান্দা প্রবাসী কল্যাণ সমিতির সহযোগিতায় মালয়েশিয়া প্রবাসী মোঃ মনজুর হাসানের অর্থায়নে শনিবার দুপুরে হীরা কান্দা গ্রামের বিভিন্ন পাড়ায় ভ্যানগাড়ীতে করে ওই খাদ্য সামগ্রী বিতারণ করা হয়। বিতরণ কালে প্রবাসী মুঞ্জুরুর হাসানের বাবা আব্দুল আওয়াল বলেন, লকডাউনের কারণে খেটে খাওয়া মানুষগুলো কর্মহীন হয়ে পরেছে। খেটে খাওয়া মানুষের দূরদিনে তাদের পাশে দাঁড়াতে পেরে খুব ভালো লাগছে। আমার প্রচেষ্টা সবসময় অব্যাহত থাকবে। ত্রাণ নিতে আশা ঝাঁলমূড়ি বিক্রিতা আব্দুল কুদ্দুস বলেন, আমরা দিন এনে দিন খাই। লকডাউনে আমাদের কাজ বন্ধ হয়ে যাওয়ায় খুব কস্টে দিন যাপন করছিলাম। আজকের পাওয়া ত্রান আমার খুব উপকার আসবে। রিক্সা চালক ইসমাঈলের স্ত্রী সুখিয়া বলেন, আগেও মুঞ্জুরুর হাসান দূরদিনে আমাদের পাশে দাঁড়িয়েছিলেন। প্রবাসে থেকেও তিনি আমাদের জন্য খাদ্যের ব্যবস্থা করেছেন। এগুলো পেয়ে আমরা খুবই খুশি। মৃতঃ আব্দুল মতিনের ছেলে আবু কাউছার(১২) কান্না বিজরিত কন্ঠে বলেন, আমাদের ঘরে আয় রোজগার করার মতো কেউ নেই। যারা এ খাদ্য সামগ্রী দিয়ে আমাদের পরিবারকে উপকার করেছেন। তাদের জন্য মন থেকে দোয়া করছি।