সোমবার, ২০ মে ২০২৪, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
সদরপুরে বাতাসে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন সোনালী আঁশ উপজেলা পরিষদ নির্বাচনে হাজী দিদার পাশার পক্ষে আলোচনা সভা পঞ্চগড়ের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশুতোষ বর্মণের বদলীর দাবীতে মানববন্ধন নগরকান্দায় ভূত আতংকে অসুস্থ হয়েছে শিক্ষার্থীরা ডিমলায় ১০০ পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ ভয় পাবার কোন কারণ নাই, আমাদের একজন শেখ হাসিনা আছেন টুঙ্গিপাড়া জাতির পিতার সমাধিতে যুব লীগের চেয়ারম্যানের শ্রদ্ধা নিবেদন টিয়া পাখির মতো আপনাদের কাছে প্রিয় হয়ে থাকতে চাই-সাংবাদিক বাবু পলাশবাড়ী উপজেলা দলিল লেখক সমিতির ত্রি বার্ষিক নির্বাচন কুয়াকাটায় মধ্যরাত থেকে শুরু মাছ ধরার উপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা

জুতা না ভেজাতে মৎস্যজীবীর কোলে মন্ত্রী!

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ৯ জুলাই, ২০২১

সম্প্রতি নেট মাধ্যমে ভাইরাল হয়েছে ভারতের তামিলনাডু রাজ্যে মৎস্য দফতরের মন্ত্রী অনিতা রাধাকৃষ্ণণের কীর্তি। এই মন্ত্রী তামিলনাড়ুর থিরুভাল্লুরে যান ভাঙন পরিস্থিতি পর্যালোচনা করতে। অভিযোগ, সেখানে নিজের জুতা ভেজাবেন না বলে মন্ত্রী ওঠেন এক মৎস্যজীবীর কোলে। ওই ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতেই সমালোচনার ঝড় বয়ে গেছে তামিল মন্ত্রীর ওপর দিয়ে।
থিরুভাল্লুরে গিয়ে ডিএমকে নেতা তথা মন্ত্রী অনিতা রাধাকৃষ্ণণ নৌকায় করে ভাঙনের পরিস্থিতি খতিয়ে দেখেন। দীর্ঘদিন ধরে সেখানকার মানুষ সমুদ্রের তীরে ভাঙন এবং ক্ষয়ের অভিযোগ করে এসেছে। নৌকা করে পার পরিদর্শনের পর যখন তিনি ফের ডাঙায় আসবেন, গোল বাঁধে ঠিক তখন। তার পরনের সাদা জুতা তিনি কোনোভাবেই ভেজাবেন না। তাই নৌকা থেকে নামতে অস্বীকার করেন মন্ত্রী। অগত্যা এক মৎস্যজীবী তাকে কোলে করে নৌকা থেকে ডাঙায় নিয়ে আসেন। এদিকে এই বিষয়ে মন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি ভিআইপি সংস্কৃতির বিষয়টি উড়িয়ে দিয়ে পাল্টা দাবি করেন, মৎস্যজীবীরা ভালোবেসে তাকে কাঁধে তুলতে চেয়েছিলেন, তাই ওভাবে তিনি ডাঙায় আসেন। তিনি বলেন, ‘এতে ভুল কী আছে? আমায় ভালোবেসে যদি তারা বলে, তাহলে আমার উচিত কাঁধে চড়া। যদি আমি না চড়তাম, সেটা ভুল হতো। একজন মৎস্যমন্ত্রী পারে এক মৎস্যজীবীর কাঁধে চাপতে। নয়ত আর কে চাপবে?’ এদিকে বিতর্কের অবসান এখানেই নয়। মন্ত্রী যে নৌকায় চড়েছিলেন, তাতে সাতজন যাত্রী ধারণ করা গেলেও মন্ত্রীর সঙ্গে তাতে অন্তত ৩০ জন চেপে বসেছিলেন। আর এর জেরে পানিতে থাকাকালীন নৌকা ভারসাম্য হারাচ্ছিল। এর জেরে বাধ্য হয়ে কিছু মানুষকে পরে অন্য নৌকায় স্থানান্তরিত করা হয়। এরপর নৌকা তীরে এলে, মন্ত্রী গোড়ালি পানিতে নামতে অস্বীকার করেন বলে অভিযোগ।
সূত্র : হিন্দুস্তান টাইমস




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com