বঙ্গবন্ধু ও জাতির জনকের জন্ম শতবর্ষে অসহায় গৃহহীন মানুষদের জন্য আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় পটুয়াখালীর নবাগত, জেলা প্রশাসক মো.কামাল হোসেন, গলাচিপা উপজেলার বিভিন্ন ইউনিয়নে গতকাল আমখোলা ইউনিয়নের ভাংরা, গোলখালী ইউনিয়নের তালতলা, কলাগাছিয়া ইউনিয়নের বাজার সংলগ্ন ও রতনদী তালতলীর ইউনিয়নের উলানিয়ায় প্রায় ১’শ নির্মিত ঘর পরিদর্শন করেন। জেলা প্রশাসকের পরিদর্শনের সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.হুমায়ন কবির, গলাচিপা উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহ, আশ্রায়ন প্রকল্প-২ গৃহনির্মাণ বাস্তবায়নের দায়িত্বে উপজেলা নিবার্হী অফিসার আশিষ কুমার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো.জাহাঙ্গীল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেন, প্রেসক্লাব সভাপতি খালিদ হোসেন মিলটন সহ প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যানগণ, ইউনিয়ন ভূমি কর্মকর্তা (তহসিলদার) উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক সকাল ৯টা থেকে গৃহনির্মাণ বাস্তবায়নের কাজ পরিদর্শন এবং প্রতিটি উপকার ভূগি পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। পরে তিনি কোভিড-১৯ মোকাবেলায় প্রতিটি পরিবারকে খাদ্য সমগ্রী প্রদান করেন। তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যবহার করার জন্য অনুরোধ জানান। পরে গণমাধ্যম কর্মীদের সাথে সাক্ষাতকালে তিনি বলেন, গলাচিপা উপজেলায় ভূমিহীন-গৃহহীনদের বরাদ্ধকৃত গৃহনির্মাণের কাজ সন্তোষজনক হয়েছে। উল্লেখ্য যে, এই উপজেলায় আশ্রয়ণ প্রকল্প-২ দ্বিতীয় পর্যায়ে ১২টি ইউনিয়নে ৫‘শ পরিবারকে গৃহ প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ চেয়ারম্যান সার্বক্ষণিক গৃহনির্মাণ কাজ সঠিক ভাবে বাস্তবায়ন করে চলছে। পরে জেলা প্রশাসক দশমিনা উপজেলায় একটি সভা ও গৃহনির্মাণ পরিদর্শনে যান।