মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২১ অপরাহ্ন

সিভিল সার্জনের নির্দেশনা খতিয়ে দেখতে হবে: জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় শনিবার, ১০ জুলাই, ২০২১

গণমাধ্যমে করোনা, আক্রান্তদের বিষয়ে তথ্য না দিতে ঢাকার সিভিল সার্জনের নির্দেশনা কেন দেওয়া হয়েছিলো- তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের এমপি। তিনি বলেন, ‘গণমাধ্যমে সঠিক তথ্য না পাওয়া গেলে অনিয়ম ও দুর্নীতি বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। পাশাপাশি গুজব ও ষড়যন্ত্রের ডালপালা বিস্তার লাভ করে।’ গতকাল শনিবার (১০ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জিএম কাদের এসব কথা বলেন।
প্রসঙ্গত, গত ৮ জুলাই দেওয়া চিঠিতে ঢাকা জেলার হাসপাতালগুলোর করোনা রোগীদের তথ্য গণমাধ্যমকে না দেওয়ার নির্দেশ দেন জেলার সিভিল সার্জন ডা. আবু হোসেন মো. মাঈনুল আহসান। পরদিন শুক্রবার (৯ জুলাই) তার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সিটি কর্পোরেশন এলাকা ছাড়া স্বাস্থ্য বিষয়ক যে কোনও তথ্যের জন্য সংবাদ মাধ্যমে সিভিল সার্জন এবং উপজেলা ক্ষেত্রে শুধুমাত্র উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে সরাসরি যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল। বিবৃতিতে জিএম কাদের আরও বলেন, ‘মহামারি করোনার উচ্চ সংক্রমণের সময় ঢাকার সিভিল সার্জন কেন গণমাধ্যমের স্বাভাবিক কর্মকা-ে বাঁধা সৃষ্টি করতে চায় সেটিও খতিয়ে দেখতে হবে। এমন বিপর্যয়ের সময় গণমাধ্যমকে আড়াল করা স্বাভাবিক ব্যাপার নয়।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com