মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৩:৫৯ অপরাহ্ন

নেপালের নতুন প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ১৪ জুলাই, ২০২১

শপথ গ্রহণ করলেন নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা। সোমবার নেপালের সুপ্রিমকোর্ট ওলিকে সরিয়ে দু’দিনের মধ্যে তার জায়গায় নেপাল কংগ্রেসের সভাপতি শের বাহাদুর দেওবাকে প্রধানমন্ত্রী করার নির্দেশ দিয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় পাঁচটার মধ্যে নয়া প্রধানমন্ত্রীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভা-ারী। আর এই নির্দেশ দিয়েছে ৫ বিচারপতির বেঞ্চ। নেপাল সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চের নেতৃত্বে ছিলেন প্রধান বিচারপতি চোলেন্দ্র শামশের রানা। এছাড়াও চার সিনিয়র বিচারপতিও ছিলেন। বিচারপতি দীপত কুমার কারকি, বিচারপতি মীরা খাদেকা, বিচারপতি ঈশ্বর প্রসাদ খাতিওয়াড়া এবং বিচারপতি ড. আনন্দ মোহন ভাট্টারিয়া।
উল্লেখ্য, আস্থাভোটের পর গত ২২ মে প্রধানমন্ত্রীর সুপারিশ মেনে সংসদের ২৭৫ সদস্যের নি¤œকক্ষ ভেঙে দেন সে দেশের রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভা-ারি। সেই সাথে আগামী ১২ এবং ১৯ নভেম্বর অন্তর্র্বতী নির্বাচনের দিন ঘোষণা করেছিলেন তিনি। রাষ্ট্রপতির এই সিদ্ধান্তের বিরুদ্ধে তার পরই শীর্ষ আদালতে ৩০টি হলফনামা জমা পড়ে। তার মধ্যে একটি হলফনামা দায়ের করেছে নেপালি কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধী জোট। সূত্র : পুবের কলম




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com