আমি জনগণের খাদেম আর সেই খাদেম হিসেবে নিজেকে উজাড় করে দিতে চাই আমার ইউনিয়ন বাসীর জন্য। আজকের এবিজয় আমার নয় বরং এবিজয় নৌকার। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বদৌলতে আমি নৌকার প্রতিক পেয়েছি। আমরা সকলের ঐক্যের মাধ্যমে নৌকার বিজয় হয়েছে। আমি কখনোই নৌকার অসম্মান হতে দিবো না। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক হিসেবে নিজেকে মেলে ধরতে চেষ্টা করবো ১০নং সারেংকাঠী ইউনিয়নবাসীর জন্য।গত বৃহস্পতিবারের অনুষ্ঠানের মধ্য মনি বর্তমান চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম আরও বলেন আমার সময়ে আমার ইউনিয়ন হবে মাদক মুক্ত। আগামী পাচ বছরের মধ্যে কোন রকম মাদকের স্থান হবে না। এদিকে সারেংকাঠী ইউনিয়নের আঙ্গিনায় মৌ মৌ গন্ধের সুবাতাস বইতে শুরু করে দিয়েছে আজকের আয়োজনকে কেন্দ্র করে। ১০ নং সারেংকাঠী ইউনিয়নের মিলনায়তন সহ পুরো আঙ্গিনা ছিল চমৎকার ভাবে সুসজ্জিত। সদ্য নির্বাচিত চেয়ারম্যানের বরনকে কেন্দ্র করে সকাল থেকেই ছিল সাজ সাজ রব। এদিন ইউনিয়নের সাধারণ মানুষের মধ্যে আনন্দ ঘন পরিবেশ তৈরি করতে সদা ব্যাস্ত ছিল ।নৌকার কান্ডারী বর্তমান চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ নজরুল ইসলামকে বরন করে নেওয়ার জন্য হিন্দু মুসলিম পরিবারের কয়েক শতাধিক নারী পুরুষরা একত্রিত হয়।সকাল ১১টার দিকে শুরু হয় মূল কার্যক্রম।গত বৃহস্পতিবার কোরান তেলাওয়াত পাঠ ও গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এসময়ে ইউনিয়নের ছাত্র লীগ, যুবলীগ, আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ সহ সাধারণ মানুষেররা ফুলের মালা দিয়ে বরন করে করে নেয় সকলের সুনজরে থাকা বর্তমান চেয়ারম্যান মোঃ নজরুল ইসলামকে। এদিকে পর্যায় ক্রমে আসন গ্রহণ করেন পরিষদের ভূমি দাতা জনদরদী মোঃ বেলায়েত হোসেন, সাবেক স্কুল শিক্ষক মোঃ সামসুল হক।অনুষ্ঠানে এক এক করে নব নির্বাচিত১২ জন ইউপি সদস্যদের মালা দিয়ে বরন করে নেওয়া হয়। ১নং ওয়ার্ডের নব নির্বাচিত মেম্বার বাবু দুলাল হালদার, ২নং ওয়ার্ডের নব নির্বাচিত মেম্বার বাবু বিধান মিস্ত্রী, ৩ নং ওয়ার্ডের নব নির্বাচিত মেম্বার মিলন সর্দার, ৪নং ওয়ার্ডের নব নির্বাচিত মেম্বার কাজী জুয়েল সাব্বির, ৫নং ওয়ার্ডের নব নির্বাচিত মেম্বার মোঃ শহিদুল ইসলাম সহিদ, ৬নং ওয়ার্ডের নব নির্বাচিত মেম্বার বাবু উত্তম কুমার মজুমদার,৭নং ওয়ার্ডের নব নির্বাচিত মেম্বার মোঃ আল আমিন, ৮নং ওয়ার্ডের নব নির্বাচিত মেম্বার মোঃ কবির হোসেন, ৯নং ওয়ার্ডের নব নির্বাচিত মেম্বার মোঃ মনিরুজ্জামান মনির। এদিকে মহিলা সংরক্ষিত নারী আসনের (১,২,৩) আসনের কনক প্রভা, (৪,৫,৬) সংরক্ষিত নারী আসনের নব নির্বাচিত মেম্বার সানজিদা আক্তার পলি ও (৭,৮,৯) নারী আসনের নব নির্বাচিত মেম্বার প্রার্থী সুচিত্রা বিশ্বাস।এদিকে নব নির্বাচিত চেয়ারম্যান তার নিজস্ব কর্মী বাহিনীদের ফুলের মালা দিয়ে বরন করে নেয় মোঃ ইয়াকুব হাওলাদার, যুব লীগের নেতা মোঃ সাঈদ, আশীষ মাস্টার, পার্থ মাস্টার,বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদের কেন্দ্রীয় সহ সভাপতি বাবু সবুজ হালদার, বিজন মন্ডল, রাজিব মন্ডল, সুরঞ্জিত মাস্টার সহ বহু সিনিয়র ও জুনিয়র সকল নেতা কর্মীদের। অনুষ্ঠানের আলোচনা ছাত্র লীগের শীর্ষ নেতারা সহ যুবলীগ, আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এছাড়াও সাবেক মেম্বার সহ বর্তমান মেম্বাররাও চমৎকার বক্তব্য রাখেন আজকের অনুষ্ঠানে। সর্বশেষ তথ্য মতে সমগ্র অনুষ্ঠানে চমৎকার ভাবে সঞ্চালন করেন সারেংকাঠী ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক আহবায়ক জনপ্রিয় নেতা মোঃ মনিরুজ্জামান সিকদার। সময় উপযোগী শব্দ চয়ন সহ কোকিল কন্ঠের জোরালো বাচন ভঙ্গিতে সমগ্র ইউনিয়নের সাধারণ মানুষ সহ উপস্থিত প্রশাসনের লোকজন ও গণ মাধ্যম কর্মীদের মুগ্ধ করে।