তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুরজাহান বেগম(৬৫) নামে এক বৃদ্ধাকে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় বানারীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির খবর পাওয়াগেছে। ঘটনাটি ঝালকাঠীর সদর ইউনিয়নের ভারুকাঠীর নারায়নপুরের দশ কাহনীয়া গ্রামে গত রবিবার বেলা ১১.৩০মি সময়ে ঘটেছে বলে জানা যায়। ঘটনা সুত্রে জানাগেছে বৃদ্ধা নুরজাহান বেগম তার নিজ পেয়ারা গাছ থেকে বাশেঁর কুড্ডা দিয়ে পেয়ারা তুলতে ছিলেন। এ সময় পাশ্ববর্তী প্রতিবেশীর ঘরের চালে বাশেঁর কুড্ডা ভেঙ্গে পড়ায় তারা ক্ষিপ্ত হয়ে যান। তর্ক-বিতর্কের একপর্যায় মৃত মালেক হাওলাদারের ছেলে মোঃ রফিক হাওলাদার (কালু)(৩৫), তার স্ত্রী লাভলী বেগম, মৃত জবেদ আলী হাওলাদারের ছেলে মনোয়ার হাওলাদার(৩৭), তার স্ত্রী ঝর্না ও মৃত রফিজ উদ্দিন হাওলাদারের ছেলে হাকিম হাওলাদার উত্তেজিত হয়ে দা, বডি, লাঠিসোঠা নিয়ে বৃদ্ধা নুরজাহান বেগমের উপর হামলা চালায়। এতে বৃদ্ধা নুরজাহান বেগমের মাথায় আঘাত লেগে ফেটে যায় এবং শরীরের বিভিন্ন জায়গায় ফুলা ও জখম হয়। স্থানীয়রা আহত নুরজাহানকে অচেতন অবস্থায় বানারীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এ ব্যাপারে ঝালকাঠী সদর থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে। এদিকে আহত নুর জাহানের দিনমজুর তিন ছেলে তার বৃদ্ধা মায়ের উপর হামলাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান প্রশাসনের কাছে।