সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম ::
তোফায়েল আহমেদ বিনা ভোটে এমপি হয়ে পারিবারিক ভাবে লুঠপাট করেছে-হাফিজ ইব্রাহিম শ্রেষ্ঠ গাইড হিসেবে পুরস্কার পেলেন মাইলস্টোন কলেজের ছাত্রী মেহজাদ আকবর এসবিএসি ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান নির্বাচিত দৌলতখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালিত পুঁইশাক চাষে সফল সুফিয়া, আগ্রহী হচ্ছে অন্য কৃষকরাও অতিরিক্ত টোল আদায় করলেই ইজারা বাতিল-ভোলায় উপদেষ্টা সাখাওয়াত কৃতি ফিরোজীকে বাঁচাতে সাভারে চ্যারিটি কনসার্ট আওয়ামী লীগের সাথে দ্বন্দ্ব নাই, যারা অন্যায় করেছে তাদের বিচার চাই-আব্দুল আউয়াল মিন্টু জলঢাকায় গণঅধিকার পরিষদের গণসমাবেশ সোনারগাঁওয়ে মাসব্যাপি লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসব শুরু

ইসরায়েলি সফটওয়্যার: ফোনে আড়িপাতার ঘটনা ফাঁস

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ১৯ জুলাই, ২০২১

ইসরায়েলের তৈরি একটি হ্যাকিং সফটওয়্যার ব্যবহার করে বিশ্বজুড়ে মানবাধিকারকর্মী, সাংবাদিক, আইনজীবী ও রাজনীতিবিদদের ফোনে নজরদারি চালানোর একটা ঘটনা ফাঁস হয়েছে। ‘পেগাসাস’ নামের ওই হ্যাকিং সফটওয়্যারের মাধ্যমে মূলত পৃথিবীর কর্তৃত্ববাদী সরকারগুলো এই নজরদারি চালাচ্ছিল বলে অভিযোগ উঠেছে। ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান ও যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন পোস্টসহ মোট ১৭টি সংবাদপত্রের অনুসন্ধানে হ্যাকিংয়ের এই ঘটনা বেরিয়ে আসে। ‘পেগাসাস’ এর উদ্ভাবক ইসরায়েলভিত্তিক গোয়েন্দা ও নিরাপত্তা প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান এনএসও গ্রুপ। এ বিষয়ে গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, ফাঁস হওয়া একটি ডেটাবেইসে এই ফোন নম্বরগুলো প্রথমে পায় প্যারিসভিত্তিক সংস্থা ফরবিডেন স্টোরিজ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। পরে তারা গার্ডিয়ানসহ ১৭টি সংবাদমাধ্যমকে তা জানায়। তারা সবাই মিলে এই অনুসন্ধানের নাম দেয় ‘পেগাসাস প্রজেক্ট’। ফাঁস হওয়া ওই ডেটাবেইসে ৪৫টি দেশের ৫০ হাজারের বেশি ফোন নম্বর পাওয়া যায়। এর মধ্যে এক হাজারের বেশি নম্বর ইউরোপের দেশগুলোর।
এ ছাড়া পেগাসাসের মাধ্যমে সারা বিশ্বের যে ১৮০ সাংবাদিকের স্মার্টফোনে আড়িপাতা হয়েছে সেই তালিকায় রয়েছেন সম্পাদক, অনুসন্ধানী সাংবাদিকসহ বিভিন্ন বিটে কর্মরত সাংবাদিকেরা। আছেন ওয়াল স্ট্রিট জার্নাল, সিএনএন, নিউইয়র্ক টাইমস, আলজাজিরা, অ্যাসোসিয়েট প্রেস (এপি), এএফপি, ইকোনমিস্ট, রয়টার্স, ভয়েস অব আমেরিকাসহ আরও কয়েকটি সংবাদমাধ্যমের সাংবাদিক। এ ছাড়া এই হ্যাকিংয়ে লক্ষ্যবস্তুর তালিকায় ভারতের অন্তত ৩০০ রাজনীতিবিদ, সাংবাদিক, মানবাধিকারকর্মী, বিজ্ঞানীর নাম থাকার কথা জানিয়েছে দেশটির নিউজ পোর্টাল দ্য অয়্যার। এর মধ্যে সাংবাদিক, মানবাধিকারকর্মী, বিরোধী রাজনৈতিক ছাড়াও ব্যবসায়ী, ধর্মীয় নেতা, সরকারি কর্মকর্তা, এমনকি মন্ত্রী-প্রধানমন্ত্রীর ফোন নম্বরও আছে। ‘পেগাসাস’ নামের এই ম্যালওয়্যারটি আইফোন কিংবা অ্যান্ড্রয়েড ফোনে ঢুকে ব্যবহারকারীর মেসেজ, ছবি, ইমেইল পাচার করতে পারে। পাশাপাশি কল রেকর্ড এবং গোপনে মাইক্রোফোন চালু রাখতে পারে।
এ বিষয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাইবার সিকিউরিটি ল্যাবের পরিচালক ক্লডিও গুয়ারনিয়েরি গার্ডিয়ানকে বলেন, ‘যদি কোনো ফোনে (স্মার্টফোন) পেগাসাস সফটওয়্যারটি ঢোকানো যায়, তবে এনএসওর গ্রাহক পুরো ফোনটির দখলই পেয়ে যাবে।’ গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ‘পেগাসাস প্রজেক্ট’ অচিরেই নজরদারির মুখে থাকা মানুষের নাম প্রকাশ করবে। এ ছাড়া পত্রিকাটির ভাষ্য, এনএসও অন্তত ৪০টি দেশের সামরিক বাহিনী বা গোয়েন্দা সংস্থার কাছে পেগাসাস বিক্রি করেছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com